× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রিজেন্ট এমডি’র তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার- /জাল টাকায় ঋণ শোধ করতো শাহেদ

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) জুলাই ১৫, ২০২০, বুধবার, ৩:৫৭ পূর্বাহ্ন

মঙ্গলবার রাতে গাজীপুরের কাপাসিয়া থেকে রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। মাসুদ পারভেজের দেয়া তথ্যের ভিত্তিতে রিজেন্টের চেয়ারম্যান মো. শাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ বুধবার বিকাল ৩টায় শাহেদকে গ্রেপ্তারের বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাহেদ মূলত একজন চতুর, ধুরন্ধর এবং অর্থলিপ্সু।

উত্তরায় শাহেদের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে এক লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ব্রিফকেসসহ আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শাহেদের দেয়া তথ্য মতে, ওই গোপন বাসা থেকে যে জাল টাকা উদ্ধার করা হয়েছে, তা দিয়ে সে ঋণ পরিশোধ করতো। ভুক্তভোগীরা দীর্ঘদিন ঘুরেও যখন টাকা পেতো না তখন এসব টাকা পেয়ে অনেকই খুশি হতেন। এরপর জাল টাকা বোঝার পর আবারও ভুক্তভোগীরা শাহেদের কাছে গেলে শাহেদ বলতো, আমি আপনাদের ঋণের টাকা পরিশোধ করেছি, আর এখন বলছেন এসব টাকা জাল। পারলে মামলা করেন-বলে তাড়িয়ে দিতো তাদের।


র‌্যাব ডিজি জানান, আজই শাহেদকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই মামলা তদন্ত বা শাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব রিমান্ড চাইবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়ম অনুযায়ি তদন্ত কর্মকতাই করবেন। শাহেদের সঙ্গে আর যারা জড়িত ছিল তাদের বিষয়ে র‌্যাব কোন ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি চলমান প্রক্রিয়া। অভিযান অব্যাহত থাকবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর