× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নতুন জার্সিতে ভাগ্য বদলের আশা মেসিদের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

নতুন ডিজাইনের জার্সি উন্মোচন করলো এফসি বার্সেলোনা। আগামী মৌসুমে নতুন এই জার্সি পরে খেলবেন মেসি-সুয়ারেজরা। বার্সেলোনার নতুন জার্সিতে যথারীতি ঐতিহ্যবাহী নীল-মেরুন রঙের সমন্বয়। নীল-মেরুন দাগগুলোকে আবার আলাদা করেছে হলুদ সরু দাগ। গোলগলা জার্সির গলার দিকেও হলুদ রঙের বর্ডার। বুকের মধ্যে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি, প্রধান পৃষ্ঠপোষক রাকুতেন ও বার্সেলোনার লোগো।
ঘরের মাঠে আগামী মৌসুমে এই জার্সি পরেই খেলবেন মেসি-সুয়ারেজরা। চলতি মৌসুমে চিরাচরিত নীল-মেরুন দাগগুলো দেখা যায়নি জার্সিতে, সে জায়গায় একই রঙের চেকের ডিজাইন করেছিল নাইকি। এবার আর জার্সি নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় যায়নি তারা।
ফিরে এসেছে ঐতিহ্যবাহী নীল-মেরুন সোজা দাগে।
মঙ্গলবার নতুন এই জার্সি পরে ক্যামেরারা সামনে দাঁড়ান লিওনেল মেসি, ফ্রেঙ্কি ডি ইয়ং, সার্জি রবার্তো, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, আঁতোয়ান গ্রিজম্যানরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিভিন্ন অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেছে বার্সেলোনা।
বার্সেলোনার ২০১০-১১ মৌসুমের হোম জার্সির সঙ্গে মিল রয়েছে এটির । সেবার ট্রেবল জিতেছিলেন মেসিরা। ঘরে তুলেছিলেন স্প্যানিশ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও সুপার কাপ শিরোপা। বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা মৌসুম মানা হয় ২০১০-১১ কে। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তির কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন সেবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে বলেছিলেন, ওই বার্সার মতো শক্ত প্রতিপক্ষ ক্যারিয়ারে কখনও পাননি তিনি।
বার্সেলোনার এবারের স্প্যানিশ লা লিগা শিরোপার আশা শেষ বলা যায়। আসরে দুই ম্যাচ বাকি রেখে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে গত টানা দুবারের চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লীগেও পরীক্ষার মুখে বার্সেলোনা। শেষ ষোলো রাউন্ডের দ্বিতীয় লেগে ইতালিয়ান জায়ান্ট নাপোলির মুখোমুখি হবে মেসিরা। নেপলসে দু’দলের প্রথম লেগের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর