× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাজিলিয়ান মাইয়া বার্সেলোনায়

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

ব্রাজিলিয়ান বিস্ময় বালক গুস্তাভো মাইয়াকে দলে ভেড়ালো কাতালান জায়ান্ট বার্সেলোনা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানায়, বছরের শুরুতেই মাইয়ার ক্লাব সাও পাওলোকে ১ মিলিয়ন ইউরোর অগ্রিম দিয়ে রেখেছিল বার্সেলোনা। বাকি ৩.৫ মিলিয়ন ইউরো পরিশোধ করে চুক্তি সম্পন্ন করেছে বার্সা। সাও পাওলোর বিখ্যাত কোতিয়া একাডেমির লেটেস্ট আবিষ্কার গুস্তাভো মাইয়া। এই একাডেমি হতেই কাকা, কাসেমিরো, লুকাস মৌরার মতো ফুটবলার মাতিয়েছেন ইউরোপ। ব্রাজিলের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলে আলোচনায় আসেন মাইয়া। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড সাও পাওলোর যুব দলের হয়েও আলো ছড়িয়েছেন মাঠে। বছরের শুরুতে কোপিনহা ইয়ুথ ক্লাব টুর্নামেন্টে ৭ ম্যাচে ৩ গোল করেছিলেন।
ফরোয়ার্ড-উইং দুই পজিশনেই খেলতে পারেন তিনি। যদিও সাও পাওলোর মূল দলের হয়ে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই বিস্ময়বালকের।
গুস্তাভো মাইয়া এখনই বার্সেলোনা বি দলে যোগ দেবেন নাকি ধারে সাও পাওলোতেই থাকবেন সেটি জানা যায়নি। সাও পাওলোর হাতে এই ফুটবলারের ৩০ শতাংশ আর্থিক স্বত্ব রয়েছে। অর্থাৎ বার্সা যদি মাইয়াকে বিক্রি করে দেয় তাহলে ট্রান্সফার ফির ৩০ শতাংশ পাবে সাও পাওলো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর