× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মাগুরায় পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিকে কুপিয়ে জখম

বাংলারজমিন

মাগুরা প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

মাগুরায় গতকাল সকালে ইজিবাইকে মালামাল বহন করাকে কেন্দ্র করে শ্রমিকদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
মাগুরা সদর থানার এএসআই সুভাষ কুমার জানান, সকালে ইজিবাইক চালক মোহন মিয়া (৫০) তার ভাড়ায় চালিত ইজিবাইকে যাত্রী না নিয়ে ভারী মালামাল বহন করায় পুলিশ লাইনের সামনে থেকে ইজিবাইক মালিক হিটলার তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা হিটলার ও তার ভাই ইজিবাইক চালক শ্রমিক সমিতির সভাপতি জাকারিয়াকে পাল্টা মারধর করে। যা নিয়ে পরবর্তীতে এলাকায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে আমিসহ পুলিশের একটি দল সেখানে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করি। এ সময় স্থানীয় আক্তারুল ইসলাম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদককে থানায় একটি অভিযোগ দায়েরের জন্য আমাদের পিকআপ ভ্যানে করে আনার সময় স্টেডিয়ামের সামনে আসলে তারা অতর্কিতে হামলা চালিয়ে আমাদের সঙ্গে থাকা আক্তারুলকে মাথায় কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
এ সময় দ্রুত তাকে সদর হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করি। মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, ঘটনার পরপরই একজনকে আটক করা হয়েছে। অন্যদেরকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর