× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নীল নদের ওপর বাঁধ নির্মান শুরু করলো ইথিওপিয়া

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) জুলাই ১৬, ২০২০, বৃহস্পতিবার, ১১:১৪ পূর্বাহ্ন

অতপর বাধ নির্মানের কাজ শুরু করলো ইথিওপিয়া। নীল নদের ওপর দেশটি দৈত্তাকৃতির বিদ্যুৎ উৎপাদনকারী বাধ নির্মান করছে। দেশটির জলমন্ত্রী এর আগে সুদান ও মিশরের সঙ্গে বৈঠক করেন। এরপরই তিনি ঐ বাধ নির্মানের ঘোষণা দিলেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, এই বড় বাধ ইথিওপিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির দাবি, এই বাঁধ চালু হলে প্রায় ১১ কোটি মানুষ দারিদ্র্যতা থেকে বেরিয়ে আসবে । একই সঙ্গে নীল নদের উপর বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হলে ইথিওপিয়া হয়ে উঠবে আফ্রিকার সব থেকে বেশি বিদ্যুৎ রপ্তানিকারক দেশ ৷
এই নিয়ে দেশটির জাতীয় টেলিভিশনে একটি বক্তব্য রেখেছেন ইথিওপিয়ার জল মন্ত্রী। এতে তিনি বলেন এই বাঁধ চালু হলে তার থেকে সরাসরি উপকৃত হবে দেশের সকল মানুষ ৷ এমনকি এখান থেকে সুবিধা পাওয়ার জন্য বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
এরইমধ্যে নীলনদের পানির উচ্চতা ৫২৫ মিটার থেকে বেড়ে ৫৬০ মিটারে পৌঁছে গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর