× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মুকেশ আম্বানি বিশ্বের পঞ্চম ধনী, ভারতের সর্বত্র করোনার টিকা পৌঁছানোর দায়িত্ব আমাদের- ঘোষণা স্ত্রীর

অনলাইন

তারিক চয়ন
(৩ বছর আগে) জুলাই ১৬, ২০২০, বৃহস্পতিবার, ২:৪৭ পূর্বাহ্ন

মাস খানেক আগেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছিল হুরুন (Hurun)। ওই তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ ধনীর মধ্যে ছিলেন চার ভারতীয়। মুকেশ আম্বানি ছিলেন অষ্টম স্থানে। জুলাইয়ে হুরুন (Hurun)-এর প্রকাশিত রিপোর্টে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে তার নাম। বিগত কয়েক মাসে কয়েকটি মোটা অঙ্কের বিদেশি বিনিয়োগের হাত ধরেই তার নাম অষ্টম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৭৮ বিলিয়ন মার্কিন ডলার। আর তালিকায় চতুর্থ স্থানে থাকা ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এর মোট সম্পত্তির পরিমাণ ৮৯ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে বুধবার রিলায়েন্স ফাউন্ডেশেনের বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুকেশপত্নী নীতা আম্বানি বলেন, দেশের কোণায়-কোণায় করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রিলায়েন্সই।
নীতা বলেন, 'আমি কথা দিচ্ছি, যেদিনই করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হবে, আমরা জিও'র ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও সাপ্লাই চেইন ব্যবহার করে দেশের প্রতিটি কোণায় তা পৌঁছে দেব। দেশের সব মানুষের যাতে করোনা টেস্ট হতে পারে, তার জন্যে আমরা কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলছি।'

নীতার এই ঘোষণাকে সাধুবাদ জানাচ্ছেন ভারতের সকলেই।

উল্লেখ্য, করোনার শুরুর দিকে লকডাউনের সময় নীতা আম্বানি ঘোষণা করেছিলেন, 'মিশন অন্ন সেবার মাধ্যমে দেশের ৩ কোটি মানুষের কাছে খাবার পৌঁছে দেব আমরা।' মিশন অন্ন সেবা হল গোটা বিশ্বেই কোনও কর্পোরেট ফাউন্ডেশন মারফত সবচেয়ে বড় ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। দরিদ্র, অসহায়, শ্রমিক, বৃদ্ধ, অনাথ শিশুদেরও এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত করা হয়েছে।

সূত্রঃ জি নিউজ, এই সময়
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর