× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে ট্যাঙ্কলরি শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

সিলেটে দুর্বৃত্তদের হামলায় খুন হওয়া শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপনের খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিক নেতাকর্মীরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন যমুনা ও পদ্মা ডিপোর সামনে পৃথক পৃথক ভাবে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও দপ্তর প্রধান সহকারী রকিব হাসানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাউছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাপ খান, লাইন সম্পাদক কবির খান, কার্যকারী সদস্য বশির মিয়া, আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও মানববন্ধনে অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুন হওয়ার তীব্র প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তার করে দ্রুত ফাঁসি কার্যকর করার জোর দাবী জানান। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুম্মা খোজারখলাস্থ মার্কাস জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের হবে। মিছিলে সবাইকে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ মনির হোসেন। গত ১০ জুলাই শুক্রবার রাত ১০ টায় ইকবাল হোসেন রিপন ও তার বন্ধু বাবলা আহমদ তালুকদার মোটরসাইকেল যোগে যাওয়ার পথে নগরীর দক্ষিণ সুরমার ষ্টেশন রোডস্থ বাবনা পয়েন্টে দুর্বৃত্তরা ধরালো অস্ত্র দিয়ে হামলা করলে রিপন নিহত হন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর