× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটের ৩ হাসপাতালে এস আলম গ্রুপের পক্ষ থেকে সিলিন্ডার প্রদান

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন- সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনা সংকট থেকে উত্তোরন পাবার পাশাপাশি স্বাভাবিক জীবন ফিরে পাবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এস আলম গ্রুপের অর্থায়নে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) মাধ্যমে আনুষাঙ্গিক যন্ত্রপাতিসহ ৩ হাসপাতালে মোট ৫০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বৃহস্পতিবার এসএমসিসিআই এর হল রুমে এস আলম গ্রুপের অর্থায়নে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) মাধ্যমে আনুষ্টানিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতাল ও সিলেট বক্ষব্যাধি হাসপাতালে আনুষাঙ্গিক যন্ত্রপাতিসহ মোট ৫০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের পক্ষে সহকারী পরিচালক, ডা.আবুল কালাম আজাদ,শহিদ সামসুদ্দিন হাসপাতালের পক্ষে আর,এম ও ডা. জন্মেজয় দত্ত, সিলেট বক্ষব্যাধী হাসপাতালের পক্ষে ডা.এহসান। এসএমসিসিআই এর সহ-সভাপতি মাওলানা খায়রুল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজের পক্ষে সহকারী পরিচালক, ডা.আবুল কালাম আজাদ, এসএমসিসিআই এর প্রাক্তণ ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সাইক্লোন সিলেট এর সভাপতি জাবেদ আহমদ, যুগ্ম পরিচালক মোঃ আব্দুল বারী, এস,আলম গ্রুপের প্রতিনিধি হিসাবে ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের ইভিপি ও আঞ্চলিক প্রধান কাজী মোতাহার হোসেন, ভি,পি ও সিলেট শাখা ম্যানেজার ফয়সল আহমদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাসিম আহমদ চৌধুরী, এসএমসিসিআই এর প্রাক্তণ সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক মোঃ ইলিয়াছুর রহমান, মাহবুবুর রহমান, প্রাক্তন পরিচালক আলিম উস সাদাত চৌধুরী, মোয়াম্মির হোসেন চৌধুরী, সুমেয়াত নুরী চৌধুরী জুয়েল, সদস্য জুমাদিন আহমদ, সহকারী অধ্যাপক আবুল কাশেম প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর