× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

যশোরের সাংবাদিক শামছুর রহমানের ২০তম হত্যাবার্ষিকী পালিত

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

শোকাবহ পরিবেশে পালিত হলো যশোরের অকুতোভয় সাংবাদিক শামছুর রহমান কেবলের ২০তম হত্যা বার্ষিকী। ২০০০ সালের এই দিনে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে কর্মরত অবস্থায় সাংবাদিক শামছুর রহমান কেবল আততায়ির গুলিতে নিহত হন। দিবসটি স্মরণে যশোর প্রেস ক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলঅ শাখা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজেসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। সকালে যশোর প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকরা কালো ব্যাচ ধারণ করে মিছিল নিয়ে কারবালা কবরস্থানে যায় মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে। এখানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন মরহুমের  কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এদিকে ২০ বছরেও এই হত্যার কুলকিনারা না হওয়ায় হতাশ সাংবাদিক নেতৃবৃন্দ ও নিহতের পরিবার।
সরকারের পক্ষ থেকে বারবার এই হত্যার বিচারের আশ^াস মিললেও মেেিলনি বিচার। আর এই কারণে এই হত্যার বিচারের বিষয়ে হতাশা ব্যক্ত করে যশোরের সাংবাদিক নেতৃবৃন্দ জানান, বিচারের বাণী নিরবে নির্ভতে কাঁদে। বিচার প্ইানে তাই আমরা এই হত্যাকা-ের কোন বিচার চাই নে। বিচারের ভার এখন আল্লাহর ওপর ন্যস্ত করে আমরা মরহুম শামছুর রহমান কেবলের রুহের মাগফেরাত কামনা করেই দিবসটি পার করছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর