× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফেনীতে ২৩ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাংলারজমিন

ফেনী প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

ফেনীতে অপরহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুলাল চন্দ্র নাথকে (৪৮) ২৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফেনী শহরের সহদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর এলাকার মরণ চন্দ্র নাথের ছেলে। ২৩ বছর আগে এক তরুনীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ এর (খ) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয় দুলাল। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে দুলালকে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ১৯৯৭ সালে দুলাল চন্দ্র নাথ এক বন্ধুকে সহায়তা করার জন্য উপজেলার সফরপুর এলাকা থেকে পলি নামে এক তরুনীকে অপহরণ করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা দুলাল চন্দ্র নাথ ও তার বন্ধু জাফর আহম্মদের বিরুদ্ধে সোনাগাজী থানায় একটি অপহরণ মামলা করে। ওই মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্ত হন।
তবে এরপর আদালতে আর হাজিরা না দিয়ে বিদেশে পালিয়ে যান।
দীর্ঘ শুনানি শেষে ২০০১ সালে ফেনীর নারী ও শিশু নির্যাতণ ট্রাইব্যুনালের বিচারক দুলাল চন্দ্র নাথকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দেন। এ মামলায় জাফরেরও সাজা হয়। জাফর সাজাভোগ শেষে কারাগার থেকে বের হয়ে বর্তমানে এলাকায় রয়েছেন। ওসি আরো জানান, দীর্ঘ ২৩ বছর বিদেশে পলাতক থাকার পর সম্প্রতি বাড়ি এসে ফেনী শহরের সহদেবপুর এলাকায় আত্মগোপনে ছিলেন দুলাল চন্দ্র নাথ। তাঁর বাড়ি আসার খবর পেয়ে পুলিশ বুধবার রাতে ফেনী শহর এলাকায় দীর্ঘ পাঁচ ঘন্টা অভিযান চালিয়ে সহদেবপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর