× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার / মালয়েশিয়ায় সার্জিক্যাল গ্লোভ প্রস্তুতকারক কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) জুলাই ১৬, ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

সার্জিক্যাল গ্লোভ প্রস্তুতকারী মালয়েশিয়ার দুটি প্রস্তুতকারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার অভিযোগে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা সম্পর্কে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন। এতে যুক্তরাষ্ট্রে গ্লোভস বিক্রি অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছে টপ গ্লোভস। বার্তা সংস্থা এএফপি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, মালয়েশিয়ার টপ গ্লোভ নামের প্রতিষ্ঠানের দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সার্জিক্যাল গ্লোভস প্রস্তুত করে। তারা এসব গ্লোভস রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। এ বছর করোনা ভাইরাস মহামারি দেখা দেয়ার পর গ্লোভস থেকে মাস্ক পর্যন্ত সুরক্ষা সামগ্রীর মজুদ গড়ে তুলতে বিশ্বজুড়ে দেশগুলো হুমড়ি খেয়ে পড়ে।
তবে মালয়েশিয়ার এই অর্ডারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ‘রিলিজ অর্ডার স্থগিত’-এর মাধ্যমে, যার সঙ্গে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা নিয়ে উদ্বেগ আছে।
উল্লেখ্য, বিশ্বে রাবারের তৈরি গ্লোভের সবচেয়ে বড় সরবরাহকারী মালয়েশিয়া। কিন্তু এই শিল্পের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ আছে। এর সঙ্গে জড়িত শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আছে। এসব শ্রমিক হলেন বেশির ভাগই কম বেতনের অভিবাসী। এর আগেও টপ গ্লোভের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশিত হয়েছে মিডিয়ায়। তাতে বলা হয়েছে, সেখানে শ্রমিকরা শোষণমূলক পরিবেশে কাজ করেন। তবে তারা সমস্যা সমাধানে কাজ করছে বলে বলা হয়। সর্বশেষ মার্কিন নিষেধাজ্ঞা কেন দেয়া হয়েছে সে বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ করতে হবে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে বিদেশি শ্রমিকদের নিয়োগকারী এজেন্টরা কম বেতন দেয়- এমন ইস্যুর সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে।
রিপোর্টে আরো বলা হয়, মালয়েশিয়ায় চাকরি টিকিয়ে রাখতে বিপুল পরিমাণ অর্থ দিতে হয় অভিবাসী শ্রমিকদের। এ বিষয় নিয়ে অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন। ওদিকে টপ গ্লোভ বলেছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে সব রকম রিক্রুটমেন্ট ফি তারা পরিশোধ করে। তার আগে যদি কোনো শ্রমিকের কাছ থেকে অর্থ নেয়া হয়ে থাকে থাহলে তা ফেরত দেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর