× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /লেখিকা, পরিচালক সিরিয়াল ছেড়ে দেয়ার পর দুই চ্যানেলেই 'কাদম্বিনী' এখন হট কেক

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুলাই ২১, ২০২০, মঙ্গলবার, ১০:৪৮ পূর্বাহ্ন
জি বাংলা-র ‘কাদম্বিনী’-তে নামভূমিকায় ঊষসী রায়

এমন ঘটনা সচরাচর ঘটে না। একই ধরনের বিষয় নিয়ে দুই চ্যানেলে দুটি সিরিয়াল হয়ে থাকে। কিন্তু একই ঐতিহাসিক চরিত্র নিয়ে একই সঙ্গে দুই চ্যানেলে প্রায় বায়োপিক? এমন বিষয়ই ঘটেছে ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে নিয়ে। জি বাংলা এবং ষ্টার জলসায় একই দিনে শুরু হয়েছে কাদম্বিনীকে নিয়ে দুটি ধারাবাহিক। একটির প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা এস বি এফ। আর এই এস বি এফ এর প্রথমা কাদম্বিনী নিয়ে যত কান্ড। এস বি এফ এবং হইচই বিভাগের কনটেস্ট হেড এর পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রথমা কাদম্বিনীর লেখিকা সাহানা দত্ত। সাহানা ইস্তফা দেয়ার পরপরই প্রথমা কাদম্বিনীর পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন সিরিয়ালের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।
লেখিকা ও পরিচালক একসঙ্গে সরে দাঁড়ানোয় জি বাংলার কাদম্বিনী বিপাকে। ষ্টার জলসার কাদম্বিনীও কম জনপ্রিয় নয়। সাহানা নিজস্ব প্রোডাকশন হাউস খুলবেন বলে এস বি এফ ছাড়লেও এবং স্বর্ণেন্দু তার সাহানা দি এস বি এফ ছেড়ে যাওয়াও কাদম্বিনীকে ছাড়লেও অনেকেই এর মধ্যে অন্য গন্ধ পাচ্ছেন। এটা ঘটনা যে সাহানা - স্বর্ণেন্দু জুটি পটলকুমার গানওয়ালা, ত্রিনয়নী, গোপাল ভাঁড়ের মতো সিরিয়াল উপহার দিয়ে নিজেদের রসায়নটিকে জোরদার করেছেন এবং এদের জুটি ভেঙে সরিয়ে নেয়ার পিছনে চক্রান্তের আভাস উড়িয়ে দেয়া যায়না। তবে, ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে নিয়ে এই টানাহ্যাঁচড়াও কম উপভোগ্য হচ্ছেনা। চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ভারতের প্রথম দুই মহিলা গ্রাজুয়েট। এরপর স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এর চেষ্টায় কাদম্বিনী প্রথম মহিলা চিকিৎসক হন। ডাক্তার হওয়ার পথে প্রতি পদক্ষেপে বাধা বিঘ্ন আসে। সিরিয়াল এর কাদম্বিনীর রাস্তাও মসৃণ নয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর