× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /বাংলায় সাপ্তাহিক লকডাউনে বন্ধের চেহারা, বুধবার রেকর্ড মৃত্যু

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুলাই ২৩, ২০২০, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

একত্রিশ মে'র পর ফের বৃহস্পতিবার পূর্ণাঙ্গ লকডাউন শুরু হল পশ্চিমবঙ্গে ৷ তবে, এই লকডাউন সপ্তাহে দু'দিনের ৷ বৃহস্পতিবার এই লকডাউন শুরু হতেই গোটা রাজ্যে যেন বাংলা বন্ধের চেহারা৷ বাজার, দোকানপাট খোলেনি৷ রাস্তায় কোনও যানবাহন নেই৷ মানুষও নেই৷ শুধু পুলিশের টহলদারি ভ্যান গুলো ছুটছে৷ বাংলা এই নতুন করে জারি লকডাউনে আগের থেকেও বেশি সাড়া দিয়েছে ৷ ভীত, সন্ত্রস্ত রাজ্য৷ বাংলায় বুধবার রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে ৷ এদিন করোনার বলি উনচল্লিশ জন৷ এর মধ্যে আছেন বিশিষ্ট সাংবাদিক রোহিত বসুও৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হলেও তিনি করোনা পজিটিভ ছিলেন৷ রাজ্যে একদিনে আক্রান্ত দু'হাজার দুশো এগারো জন৷ বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ঊনপঞ্চাশ হাজার তিনশো একুশ৷ মৃত মোট এক হাজার দুশো একুশ ৷ এর মধ্যে কলকাতাতেই বুধবার করোনা সংক্রমণ মিলেছে ছশো বিরানব্বই জনের৷ বুধবার মৃত উনচল্লিশ জনের মধ্যে পনের জনই কলকাতার ৷ দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনের পাশেই গোবিন্দপুর কলোনিতে বুধবার তেইশ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে৷ এই অবস্থায় ভয় ও ভক্তিতে মানুষ পূর্ণাঙ্গ লকডাউন পালন করছে ৷ অফিস, কাছারি, ব্যাংক সব বন্ধ ৷ রাস্তাগুলো সকাল থেকেই শুনশান৷ ঘরবন্দি মানুষ৷ শ্নশানের এই নিস্তব্ধতা কি কোনও কিছুর ইঙ্গিতবাহী? উত্তর খুঁজছে মানুষ ৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর