× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /প্রয়াত অমলাশঙ্কর, একটি যুগের অবসান

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুলাই ২৪, ২০২০, শুক্রবার, ১২:০২ অপরাহ্ন

শুক্রবার সকালে প্রয়াত হলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রবাদপ্রতিম উদয়শঙ্করের স্ত্রী অমলাশঙ্কর। বয়স হয়েছিল একশো এক বছর। তাঁর পুত্র আনন্দশঙ্কর আগেই চলে গেছেন। দেওর রবিশঙ্করও প্রয়াত। তাঁর কন্যা মমতাশঙ্কর ও পুত্রবধূ তনুশ্রীশঙ্কর শেষকৃত্যের ব্যবস্থা করেন। অমলাশঙ্কর এর প্রয়াণের সঙ্গে সঙ্গে একটি যুগের অবসান হল। উদয়শঙ্কর ওর নৃত্যশৈলীকে এক উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে সেদিনের অমলা নন্দীর কম অবদান ছিল না। উদয়শঙ্করের এপিক চলচ্চিত্র কল্পনাতে অভিনয় করেন তিনি।
প্যারিসে উদয়শঙ্করের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তিনি উদয়শঙ্কর ওর ট্রুপে যোগ দেন। সিমকি তখন দলের মধ্যমণি। অচিরেই সিমকির জায়গাটি নেন আমলাশঙ্কর। উনিশশো বেয়াল্লিশ এ উদয়শঙ্করকে বিয়ে করেন তিনি। এরপর উদয়শঙ্কর - অমলাশঙ্কর জুটি ভারতীয় নৃত্যকলায় ধ্রুপদী ইতিহাস সৃষ্টি করেন। তাঁর প্রয়াণে শুক্রবার সেই ইতিহাসে ছেদ পড়লো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর