× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /বেনাপোল সীমান্তে আটকে আড়াই হাজার ভারতীয়, দেশে ফেরার পথ রুদ্ধ

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুলাই ২৬, ২০২০, রবিবার, ১:২১ পূর্বাহ্ন

বেনাপোল এবং বাংলাবান্ধা সীমান্তে আটকে পড়েছেন বাংলাদেশ থেকে নিজভূমে ফিরতে চাওয়া প্রায় আড়াই হাজার ভারতীয়৷ বিভিন্ন রুটিরুজির কাজে এরা বাংলাদেশে বসবাস করছিলেন ৷ দুর্দম করোনার কারণে অধিকাংশই পেশা হারিয়েছেন৷ দেশে ফেরার তাগিদে বাংলাদেশ ছেড়ে ভারতে আসার পথে সীমান্তে এরা আটকে পড়েছেন ৷ ভারত থেকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে ৷ কিন্তু, বাংলাদেশ থেকে ভারতে আসার অনুমতি নেই ৷ পঁচিশ মে ভারত - বাংলাদেশের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী বিমান বা স্থলবন্দর ব্যবহার করে যারা দু'দেশে আসা যাওয়া করবেন তাদের নির্দিষ্ট স্বাস্থ্য প্রোটোকল মেনে যাতায়াতের ব্যবস্থা করতে হবে ৷ দুর্ভাগ্যের বিষয়, স্থলপথে এই চুক্তি মানা হচ্ছেনা ৷ ফলে, আটকে পড়েছেন বহু ভারতীয় ৷ ভারতীয় বিদেশ মন্ত্রকের মতে সংখ্যাটি আড়াই হাজার ৷ বেসরকারি মতে আরও বেশি ৷ বিমানে আসার সামর্থ্য নেই অমন ভারতীয়রা বিপাকে পড়েছেন৷ অনেকে সীমান্ত সংলগ্ন সহৃদয় বাংলাদেশিদের বাড়িতে আশ্রয় নিয়েছেন৷ অনেকে ভাত রুটির সংস্থানের জন্যে লড়াই করছেন৷ ক'দিন বাদে কোরবানির ঈদ৷ বাংলাদেশে সব বন্ধ থাকবে৷ পায়ের তলায় শিকড়হীন ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ, তখন কি হবে?
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর