× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

হাসপাতালের একাকিত্বের গল্প জানালেন অমিতাভ

বিনোদন

বিনোদন ডেস্ক
২৮ জুলাই ২০২০, মঙ্গলবার

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি দেখা যাচ্ছে না। ১৫ দিন ধরে একাকীই হাসপাতালে লড়ে যাচ্ছেন করোনার সঙ্গে। চারপাশে কেউ নেই।
নিজের এই একাকিত্বের গল্প ব্লগে লিখেছেন অমিতাভ। তিনি লেখেন, ‘রাতের অন্ধকার… ঠাণ্ডা ঘর… একা আমি… চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার আপ্রাণ চেষ্টা। কিন্তু ঘুম নেই চোখে! চারপাশে কেউ কোথাও নেই… ভাবনাগুলো স্বাধীনভাবে ডানা মেলার সুযোগ পেয়েছে যেন এই সময়ে। অনেকটাই যেন ‘সিলসিলা’র সেই ‘ম্যায় ঔর মেরে তনহাই অকসর ইয়ে বাতে করতে হ্যায়….’
ব্লগে সেই লড়াইয়ের বর্ণনায় অমিতাভ জানিয়েছেন, কাছের মানুষ বলতে এখন ডাক্তার বাবু।
যিনি আমার দেখভাল করছেন। তিনি ছাড়া আর কারও ঘেঁষার অনুমতি নেই। তাই চোখ ভিজে উঠলেও মুছিয়ে দেয়ার মতো কোনো হাত আমার পাশে নেই। একা থাকার এই ভয়, হতাশা মনে ক্ষত তৈরি করতে পারে যে কোনো সময়। শরীরের মতো মনকেও কাবু করে দেয় দেখতে দেখতে। এই ক্ষত সারানোর জন্যও আলাদা যত্ন দরকার। দরকার কাউন্সেলিংয়ের, যা একা লড়াইয়ের দিনগুলোকে আস্তে আস্তে ভুলে যেতে সাহায্য করবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর