× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সজীব ওয়াজেদ জয় অনলাইন দাবায় চ্যাম্পিয়ন এনামুল হোসেন রাজীব

খেলা

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২০, বুধবার

সজীব ওয়াজেদ জয় অনলাইন র‍্যাপিড দাবার শিরোপা জিতেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর আইটিসি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত হয় এই আসর। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং আয়োজক ছিল গোল্ডেন স্পোর্টিং ক্লাব।

চেস.কম প্লাটফর্মে ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে আয়োজিত আসরে ৭ পয়েন্ট করে পান চার জন। চ্যাম্পিয়ন বেছে নিতে তাই আয়োজকদের দ্বারস্থ হতে হয় টাইব্রেকিংয়ের। রানার্সআপ হয়েছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তৃতীয় এবং গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার চতুর্থ স্থান লাভ করেন।

৬.৫ পয়েন্ট নিয়ে ট্রাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম পঞ্চম এবং মো. শরীফ হোসেন ষষ্ঠ হয়েছেন। অপরদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ট্রাইব্রেকিংয়ে যথাক্রমে তাহসিন তাজওয়ার জিয়া সপ্তম এবং বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মরণ অষ্টম স্থান অর্জন করেন। এছাড়া ৫.৫ পয়েন্ট নিয়ে ট্রাইব্রেকিংয়ে নবম থেকে ষোড়ষতম স্থান অধিকার করেন যথাক্রমে অভিক সরকার, শফিক আহমেদ, মো. শরীয়ত উল্লাহ, ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম, মো. আবু হানিফ, ফিদে মাস্টার মো. আব্দুল মালেক, ক্যান্ডিডেট মাস্টার নাঈম হক এবং স্বর্নাভো চৌধূরী।

অনলাইন দাবার এই আসরে অংশ নেন দেশসেরা ৩০ দাবাড়ু। ২৭শে জুলাই সজীব ওয়াজেদ জয় অনলাইন র‌্যাপিড দাবার উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি আইজিপি ড. বেনজীর আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন টুর্নামেন্টের উদোক্তা, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। তবে এক ভিডিও বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঘরোয়া দাবার অনলাইনভিত্তিক এ আসরে সর্বোচ্চ প্রাইজমানি ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। শুধু তাই নয়; আলোকিত মানুষ গড়ার অংশ হিসেবে বিজয়ীদের প্রত্যেককে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের স্মারকগ্রন্থ ‘মুজিব থেকে সজীব’ উপহার দেওয়া হয়।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর