× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ঈদের পর যুবাদের ক্যাম্প শুরু বিকেএসপিতে

খেলা

স্পোর্টস রিপোর্টার
৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার

যুব বিশ্বকাপে দল গোছাতে গেম ডেভেলপমেন্টে বিভাগ সময় পায় ১৮ মাস। কিন্তু গত আসরের পর তিন মাস চলে গেলেও প্রাথমিক দলই তৈরি করতে পারেনি তারা। ২০২২ সালের শুরুর দিকে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তাই আর সময় নষ্ট না করে ঈদে বিকেএসপিতে ৪৫ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু করতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এতদিনে যুব বিশ্বকাপের জন্য দল গঠনের প্রস্তুতি শুরু করে দিতো বিসিবি। করোনা মহামারির কারণে সেটি সম্ভব হয়নি। তবে আর দেরি না করে আগস্টে দল গড়ার কাজে হাত দিতে চাইছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। ৪৫ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা বোর্ডের।
ওই ক্যাম্প থেকেই ২৫-৩০ জনের প্রাথমিক দল বাছাই করবেন নির্বাচকরা। দল নির্বাচন নিয়ে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মো. কাওসার বলেন ‘আমরা সাধারণত প্রস্তুতির জন্য ১৮ মাস পাই। কিন্তু করোনার কারণে আমাদের তিন মাস চলে গেছে। এখনই বিকেএসপিতে ক্যাম্পটা শুরু করতে না পারলে দল গঠন বাধাগ্রস্ত হবে এবং ২০২২ সালের যুব বিশ্বকাপের যথাযথ প্রস্তুতি নেয়া সম্ভব হবে না। আমরা আগামীবার চ্যাম্পিয়ন দল হিসেবে বিশ্বকাপ খেলতে যাবো। আমাদের প্রস্তুতিটা ভালো হওয়া খুবই জরুরি। এই প্রক্রিয়াটি যদি আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি শেষ করতে পারি, তাহলে হয়তো প্রস্তুতি নিতে দেড় বছর সময় পাওয়া যাবে।’ ঈদের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরোদমে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি। হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কার্যক্রম শুরু হওয়ার কথা আগামী ১০ই আগস্ট। এই দুটির সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু করাটা ঝুঁকিপূর্ণ হওয়াতেই মূলত যুবাদের নিয়ে বিকেএসপিতে ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন মেনে ৪৫ ক্রিকেটারকে নিয়ে তিন থেকে চার সপ্তাহের ক্যাম্প হবে। পরিকল্পনা অনুযায়ী ১৬ই আগস্ট থেকে চারদিন হোম অব ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হবে। করোনা পরীক্ষায় উত্তীর্ণদের বিকেএসপির ক্যাম্পে নেয়ার পরিকল্পনা ২০শে আগস্ট। পরদিন কন্ডিশনিং ক্যাম্প শুরু। ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে তিন সপ্তাহ। এরপর নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেলার মাধ্যমে নির্বাচকরা ৪৫ জন থেকে ২৫-৩০ জনের দলে নামিয়ে আনবেন। দল নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে কাওসার বলেন, ‘আমরা মূলত ইয়্যুথ ক্রিকেট লীগের মাধ্যমেই অনূর্ধ্ব-১৯ দল গঠন করে থাকি। কিন্তু করোনার কারণে যেহেতু এবার প্রতিযোগিতাটি হয়নি, তাই আমরা ক্যাম্পের মাধ্যমেই দল নির্বাচন করবো।’ কীভাবে প্রাথমিক দল নির্বাচন করবেন, সেটাও জানালেন এই ম্যানেজার, ‘সাধারণত আমরা প্রাথমিক স্কোয়াডে ৩০ জনের বেশি রাখি না। কিন্তু এবার অন্যভাবে আমাদের স্কিলফুল খেলোয়াড় নির্বাচন করতে হচ্ছে, যার কারণে আমরা ৪৫ জনকে ক্যাম্পে রাখবো। ক্যাম্পে ওদের স্কিল নিয়ে কাজ করে তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে কিছু ট্রায়াল ম্যাচ খেলে ওখান থেকেই হয়তো ২৫-৩০ জনের একটি দল গঠন করা হবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর