বাংলারজমিন
গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত
উত্তরাঞ্চল প্রতিনিধি
২০২০-০৭-৩০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১০টায় গোবিন্দগঞ্জ- দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা মাইক্রেবাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলনীর ওছির উদ্দীন (৫০) তার পুত্র মাদ্রসাছাত্র জোবায়ের উদ্দীনকে (১৪) নিয়ে মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ থেকে বাড়ী ফিরছিলেন। পথে শিয়ালগাড়া নামকস্থানে বিপরীতমুখি দ্রুতগামী একটি মাইক্রোবাস (রাজ মেট্রো-ছ ১১-০০৮৬) তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পুত্র এবং হাসপাতালে নেয়ার পর পিতা মারা যান। ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলনীর ওছির উদ্দীন (৫০) তার পুত্র মাদ্রসাছাত্র জোবায়ের উদ্দীনকে (১৪) নিয়ে মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ থেকে বাড়ী ফিরছিলেন। পথে শিয়ালগাড়া নামকস্থানে বিপরীতমুখি দ্রুতগামী একটি মাইক্রোবাস (রাজ মেট্রো-ছ ১১-০০৮৬) তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পুত্র এবং হাসপাতালে নেয়ার পর পিতা মারা যান। ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।