× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

লীগ কাপ জিতে পিএসজির ট্রেবল

খেলা

স্পোর্টস ডেস্ক
১ আগস্ট ২০২০, শনিবার

ফরাসি লীগ কাপের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা নেই। অতিরিক্ত ৩০ মিনিটও থাকলো গোলশূন্য। টাইব্রেকারে অলিম্পিক লিঁওকে হারিয়ে শিরোপা জিতল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার রাতে প্যারিসের স্তাদে দে ফ্রান্সে পেনাল্টি শুট আউটে ৬-৫ গোলে জিতেছে টমাস টুখেলের দল। ফরাসি লীগ ওয়ান, ফরাসি কাপ জয়ের পর লীগ কাপ জিতে ২০১৯-২০ মৌসুমে ট্রেবল জিতল পিএসজি। গত ছয় বছরে চতুর্থবার ঘরোয়া ট্রেবল জয়ের উৎসবে ভাসল ফরাসি চ্যাম্পিয়নরা।

আসরের রেকর্ড নবম শিরোপা ঘরে তুলেছে পিএসজি। নির্ধারিত সময়ে পিএসজির আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ান লিঁও গোলরক্ষক অঁতনি লোপেস। প্রথমার্ধের ঠিক আগে পিএসজির সেনেগালিজ মিডফিল্ডার ইদ্রিসা গেয়ির প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া জোরালো শট শেষ মুহূর্তে এক হাত দিয়ে কোনোমতে ঠেকান লোপেস।
৫৩ মিনিটে নেইমারের দারুণ ফ্রি-কিকও ঝাঁপিয়ে ঠেকান তিনি।

অতিরিক্ত সময়ে সুযোগ পেয়েছিল দু’দলই। তবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ১১৯তম মিনিটে ডি মারিয়াকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিঁওর ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েল।

পেনাল্টি শুট আউটে প্রথম পাঁচ শটেই গোল করে দু’দল। ‘সাডেন ডেথে’ লিঁওর বুর্কিনা ফাসোর ফরোয়ার্ড বের্টান্ড ত্রাওরের শট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে ঠেকান কেইলর নাভাস। পুরো ম্যাচে আলো ছড়ানো লিঁও গোলরক্ষক অঁতনি লোপেস ঠেকাতে পারলেন না পাবলো সারাবিয়াকে।

গত শুক্রবার ফরাসি কাপের ফাইনাল দেখার অনুমতি পেয়েছিলেন ৩ হাজার দর্শক। লীগ কাপে সংখ্যাটা বেড়ে ৫ হাজারে ঠেকেছে। ফ্রান্সের নতুন মৌসুমের প্রথম থেকেই কম সংখ্যক হলেও মাঠে দর্শক উপস্থিতির আভাস মিলেছে।

পিএসজি এখন চ্যাম্পিয়ন্স লীগ অভিযান শুরুর অপেক্ষায়। শেষ আটে আগামী ১২ই আগস্ট আটলান্টার বিপক্ষে মাঠে নামবে নেইমার-ডি মারিয়ারা। পর্তুগালের লিসবনে হতে চলা এই ম্যাচে পিএসজি পাবে না দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে। গত শুক্রবার ফরাসি কাপের ফাইনালে চোট পান তিনি।

ফ্রান্সে নতুন মৌসুম শুরু ২৩শে আগস্ট। সেদিনই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর