× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

নবীগঞ্জে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
১ আগস্ট ২০২০, শনিবার

নবীগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে হাওরের পানিতে ডুবে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে প্রকাশ, ঈদের আনন্দ ভাগাভাগি করতে ডিঙি নৌকায় ওরা গিয়েছিল হাওরে ঘুরতে। কিন্তু হঠাৎ প্রচণ্ড ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এতে দুই কিশোরীর  মৃত্যু হয়।  আহত হয় আরও ৩ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র জানায়, ঈদের দিন দুপুরে  নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর  গ্রামের ৫ জন শিশু-কিশোরী একটি ডিঙি নৌকায় ঘুরতে বের হয়।  নিকটবর্তী  গজারিয়া (ভাঙারখাল)  হাওরের পানিতে হঠাৎ দমকা হাওয়ায় প্রচণ্ড জোরে ঢেউ  উঠলে নৌকাটি উল্টে যায়।  এতে ঘটনাস্থলেই পানিতে ডুবে মনই মিয়ার মেয়ে পপি আক্তার (১৬)  ও  আব্দুস সালাম মিয়ার মেয়ে মনি আক্তার (১২)  নামের দুই কিশোরীর মৃত্যু হয়। আহত ৩ শিশুকে আশপাশের মানুষ উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।  নিহতদের বাড়ি নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর