× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আমি পাকিস্তানের সেরা অভিনেতা: শোয়েব

খেলা

স্পোর্টস ডেস্ক
২ আগস্ট ২০২০, রবিবার

 
নিজেকে পাকিস্তানের সেরা অভিনেতা দাবি করলেন শোয়েব আখতার। কারণটাও ব্যাখা করেছেন সাবেক এই পেসার। পাক প্যাশনকে শোয়েব বলেন, 'প্রায়শ ইনজুরি নিয়ে খেলেছি। কিন্তু সবাইকে বুঝিয়েছি আমার কিছু হয়নি।'
 
এখন অবধি দ্রুততম বোলারের রেকর্ডটা শোয়েবের দখলে। ২০০৩ বিশ্বকাপে ১৬১.৩ কি.মি. গতিতে বল করেন তিনি। তবে ইনজুরির কারণে শোয়েবের ক্যারিয়ার খুব একটা বড় হয়নি। পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে এবং ১৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব। তিন ফরম্যাটে যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯ উইকেট নেন তিনি। 
 
দেশের ইতিহাসের অন্যতম সেরা পেসার হওয়া সত্ত্বেও শোয়েবকে কাজে লাগাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর অাগে নিজ থেকেই কয়েকবার পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন শোয়েব। আবারো বললেন, 'যদি পিসিবি আমাকে হায়ার করে, আমি বিনামূল্যে কাজ করবো। কেউ যেন আমাকে কল করে এটা বলতে না পারে যে আমার ছেলেকে দলে নাও- এটাও নিশ্চিত করবো। আমার মেধা দিয়ে এমন ৩০ জন ক্রিকেটার প্রস্তুত করবো, যারা সুপারস্টার হয়ে উঠবে।'
পিসিবি কি এবার শোয়েবের কথা শুনবে? 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর