× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

চীনের স্বাস্থ্যকর্মীরা হংকংয়ে

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) আগস্ট ৩, ২০২০, সোমবার, ১০:৩৬ পূর্বাহ্ন

প্রথমবারের মতো করোনা পরীক্ষায় হংকংয়ে পাঠানো হয়েছে চীনের ৭ জন স্বাস্থ্যকর্মীকে। ৬০ জন স্বাস্থ্যকর্মী টিমের প্রথম এই ৭ জন হংকং পৌঁছেছেন। হংকংয়ে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে তাদেরকে পাঠানো হলেও উদ্বেগ রয়েছে চীনের এই উদ্যোগ নিয়ে। স্থানীয় কিছু কাউন্সিলরের ভয়, এর পিছনেও রয়েছে চীনের অন্য উদ্দেশ্য। তারা এই সুযোগে হংকংয়ের লোকজনের ডিএনএ নমুনা সংগ্রহ করবে। তা ব্যবহার করে চীন হংকংয়ের বাসিন্দাদের ওপর নজরদারি বাড়াবে। তবে চীনপন্থি হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের সরকার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

হংকংয়ের ওপর বেইজিং জুনে চাপিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তা আইন। এর মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা ক্ষয়ে গেছে বলে অভিযোগ সমালোচনাকারীদের। এ ঘটনাকে কেন্দ্র করে হংকংয়ে গণতন্ত্রপন্থি এবং চীনপন্থি সরকারের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে সরকার গণতন্ত্রপন্থি ১২ ব্যক্তিকে সেখানকার জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন করোনা ভাইরাসের অজুহাতে পিছিয়ে দেয়া হয়েছে এক বছর। এসব করতে বিরোধী পক্ষের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন মনে করেন নি ক্যারি লাম। তার মাথার ওপর আশীর্বাদ আছে চীনের এবং তার গৃহীত পদক্ষেপে চীন বাহবা দিয়েছে বা দিচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর