× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রফিক হারিরি হত্যাকাণ্ডের ঘটনাস্থলেই বিস্ফোরণ

বিশ্বজমিন

মানকবজমিন ডেস্ক
(৩ বছর আগে) আগস্ট ৫, ২০২০, বুধবার, ১১:৫০ পূর্বাহ্ন

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে যেখানে গাড়িবোমা হামলায় হত্যা করা হয়েছিল, সেই স্থানের একেবারে সন্নিকটে মঙ্গলবারের বিস্ফোরণ হয়েছে। হত্যাকান্ডের জন্য চারজনকে অভিযুক্ত করেছে নেদারল্যান্ডের বিশেষ একটি আদালত। এ মামলার রায় দীর্ঘ প্রতীক্ষিত। কয়েক দিনের মধ্যেই রায় ঘোষণা করার কথা রয়েছে। তার আগে এই হামলা করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, দীর্ঘ সময় রাজনৈতিক এক টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে লেবানন। ১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত গৃহযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সেখানকার অর্থনৈতিক সঙ্কট। এর বিরুদ্ধে প্রায়দিনই রাজপথে বিক্ষোভ হয়।
এমন অবস্থার জন্য ক্ষমতাসীন অভিজাতদের দায়ী করেন অনেকে। এসব অভিজাত শ্রেণি বছরের পর বছর রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছে। তারা সম্পদ জড়ো করেছেন নিজেদের জন্য। দেশের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হয়েছেন তারা। প্রতিদিন নিয়মিত বিদ্যুত পান না অধিবাসীরা। রয়েছে নিরাপদ পানীয় জলের সঙ্কট, সীমিত পর্যায়ে রয়েছে জনস্বাস্থ্য। এ ছাড়া তীব্র উত্তেজনা সারা বছরই লেগে আছে ইসরাইলের সঙ্গে সীমান্তে। ইসরাইল গত সপ্তাহে দাবি করেছে যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তাদেরকে প্রতিহত করেছে তারা। কিন্তু ইসরাইলের সিনিয়র এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, বৈরুত বিস্ফোরণের সঙ্গে ইসরাইলের কোনো সংযোগ নেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর