× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গঠিত হলো সুরকার-সংগীত পরিচালকদের সংগঠন

বিনোদন

স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ২০২০, বুধবার

সুরকার ও সংগীত পরিচালকদের পেশাগত ও সামাজিক সমস্যা সমাধানে একটি সংগঠনের প্রয়োজনীয়তা বোধ হচ্ছিল অনেকদিন ধরেই। যে সংগঠন দেশের সংগীতের উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে। সেই লক্ষ্যে দেশের শীর্ষ সুরকার ও সংগীত পরিচালকগণ বেশ কিছুদিন ধরে কাজ করছিলেন। তারই ধারাবাহিকতায় ৪ঠা আগস্ট সন্ধ্যায় এক সভায় ঘোষণা করা হয় সুরকার-সংগীত পরিচালকদের সংগঠন ‘মিউজিক কম্পোজার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ’ এর নাম। সভায় সিনিয়র সুরকার-সংগীত পরিচালক শেখ সাদী খানকে আহ্বায়ক করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়। আহ্বায়ক কমিটির বাকি সদস্যরা হলেন- নকীব খান, আনিসুর রহমান তনু, ফরিদ আহমেদ, ফোয়াদ নাসের বাবু, শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, পার্থ মজুমদার, এস আই টুটুল ও রিপন খান। উল্লেখ্য, প্রয়াত সংগীত পরিচালক আজাদ রহমান জীবিত থাকা অবস্থায় সুরকার-সংগীত পরিচালকদের এমন একটি সংগঠন গড়ার উদ্যোগ নেন। কিন্তু তিনি চলে যাওয়ায় বাকি সংগীত পরিচালকগণ তার স্বপ্নপূরণে এগিয়ে আসেন।
সিনিয়র সংগীত পরিচালক আলী হোসেন, আলম খান, মো. শাহ্‌ নেওয়াজ প্রমুখ এই সংগঠনের উপদেষ্টা হিসেবে আছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর