× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

শাল্লায় থানায় ১১ আসামির আত্মসমর্পণ

বাংলারজমিন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
৫ আগস্ট ২০২০, বুধবার

সুনামগঞ্জের শাল্লা থানায় উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের চুরি, ডাকাতি ও মাদক সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১ আসামি আত্মসমর্পণ করেছে।  
বুধবার বেলা ১০ টায় অফিসার ইনচার্জ সনজুর মোরশেদ এর নিকট আসামিরা আত্মসমর্পণ করতে আসলে তিনি তাদের ফুল দিয়ে বরণ করেন।

আত্মসমর্পণকারীরা হল জাহাঙ্গীর, আলমগীর,সাহাবউদ্দিন,  জজ মিয়া, ফিরোজ, আলামিন,গোলাম রব্বানী, নিজাম উদ্দিন, ইদু মিয়া সহ আরো দুজন।  নারকিলা ( চোরের পাড়া) টির লোকজন যুগ যুগ ধরে  বিভিন্ন অপকর্মে জড়িত  রয়েছে। এই প্রথম  বার ওসি মোরশেদ এর অক্লান্ত  প্রচেষ্টায় এমন মহৎ কাজ টি দেখে এলাকাবাসী পুলিশের  প্রশংসা করছে।   
      
এনিয়ে অফিসার ইনচার্জ সনজুর মোরশেদ বলেন যোগদানের পর থেকে আমি নারকিলা গ্রামের বিভিন্ন মামলার  
আসামিদেরকে চুরি ডাকাতি মাদক ব্যবসা  না করার জন্য তাদের   সঙ্গে বার বার আলোচনা  করেছি এবং  বুঝাতে সক্ষম হয়েছি বলেই তারা আজ আত্মসমর্পণ করেছে। আমি খুব আনন্দিত যে ওরা এখন  ভাল  হতে চায়। তিনি বলেন ওরা ভাল হওয়ায় জন্য শাল্লা থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক  সহযোগিতা করা হবে বলে তাদেরকে আশস্ত  করা হয়েছে।   
পরে আসামিদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর