অনলাইন
সাভারে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
২০২০-০৮-০৬
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অনকোলজি (ক্যান্সারবিজ্ঞান) বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. স্যামুয়েল ফলিয়া'র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার ভোরে সাভার পৌর এলাকার নিজ ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ডা. স্যামুয়েল ফলিয়া চাঁদপুরের মিশনপাড়া গ্রামের বাদল ফলিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালে নিজ ভাড়া বাসায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ডা. স্যামুয়েল ফলিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তার কক্ষ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ গণমাধ্যমকে জানান, ডা. স্যামুয়েল ফলিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ জানায়, সকালে নিজ ভাড়া বাসায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ডা. স্যামুয়েল ফলিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তার কক্ষ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ গণমাধ্যমকে জানান, ডা. স্যামুয়েল ফলিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।