বিশ্বজমিন

মডার্নার টিকায় ৩ মাস সুরক্ষিত ইঁদুর

মানবজমিন ডেস্ক

২০২০-০৮-০৬

মডার্না আবিষ্কৃত করোনা ভাইরাসের পরীক্ষাধীন টিকা ইঁদুরকে বেশ কয়েক সপ্তাহ সংক্রমণ থেকে সুরক্ষা দিয়েছে। গবেষণায় দেখা গেছে, এই টিকার দুই ডোজ ইঁদুরের ওপর প্রয়োগ করার পর ইঁদুর ১৩ সপ্তাহ বা কমপক্ষে তিন মাস পর্যন্ত সুরক্ষিত ছিল। অন্যদিকে একটিমাত্র ডোজ প্রয়োগ করার ফলে ইঁদুর সুরক্ষিত ছিল ৭ সপ্তাহ। বুধবার প্রকাশিত গবেষণা রিপোর্টে এ কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি অ্যালেক্স আজার করোনা ভাইরাসের টিকা উৎপাদনে একে ঐতিহাসিক সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছেন। এই টিকাটি আবিষ্কার করেছে ম্যাচাচুসেটস ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না। ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তারা এ টিকা নিয়ে কাজ করছে। টিকার নাম দেয়া হয়েছে এমআরএনএ-১২৭৩। গবষণার তথ্য প্রকাশিত হয়েছে ন্যাচার জার্নালে। এতে গবেষকরা ইঁদুরের শরীরে দুই ডোজ টিকা প্রয়োগ করেন। প্রতিটি এক মাইক্রোগ্রামের। এ দুটি ডোজ দেয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধান তিন সপ্তাহ। ইঁদুরকে দ্বিতীয় ডোজ টিকা দেয়ার পর তাকে করোনা ভাইরাসের সংস্পর্শে নেয়া হয়। এর ৫ থেকে ১৩ সপ্তাহ পর্যন্ত দেখা যায় তারা অসুস্থ হয় নি। একই ঘটনা ঘটানো হয় একটিমাত্র ডোজ প্রয়োগ করা ইঁদুরের ক্ষেত্রে। তাতে দেখা যায়, সাত সপ্তাহ পর্যন্ত সুরক্ষিত ছিল ইঁদুর। এ সময়ে তাদের ফুসফুসে কোনো করোনা সংক্রমণ ঘটেনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status