× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘আমার কারণেই হেরেছে রিয়াল’

খেলা

স্পোর্টস ডেস্ক
৮ আগস্ট ২০২০, শনিবার

চ্যাম্পিয়ন্স লীগ থেকে রিয়াল মাদ্রিদের ছিটকে যাওয়ার দায় নিজ কাঁধে তুলে নিলেন রাফায়েল ভারান। ফরাসি এই ডিফেন্ডারের ভুলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই গোল হজম করে স্প্যানিশ জায়ান্টরা। তাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ ব্যবধানে হেরে যায় রিয়াল। আর দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। রিয়ালের মাঠে প্রথম লেগেও ২-১ গোলে জিতেছিল তারা।

শুক্রবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই ভারানের ভুলে গোল হজম করে রিয়াল। তবে ২৮তম মিনিটে তাদের সমতায় ফেরান করিম বেনজেমা। ৬৮তম মিনিটে ভারানের দ্বিতীয় ভুলে ফের পিছিয়ে পড়ে রিয়াল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে রিয়াল সেন্টারব্যাক ভারান বলেন, ‘আমি এখানে কিছু বলতে এসেছি।
কারণ আমার ভুলেই হেরেছে রিয়াল। আমাকে এটা স্বীকার করতেই হবে। সতীর্থদের জন্য আমার খারাপ লাগছে। আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম ম্যাচটার জন্য। খেলছিলামও চমৎকার। ভুলগুলোর চড়া দাম দিতে হলো। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। আমার জন্য এটি একটি কঠিন রাত। যখন ১-১ ছিল, তখনো  শেষ আটে যাওয়ার একটা সুযোগ ছিল আমাদের। কিন্তু শেষতক কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি।’

রিয়ালের কোচ হিসেবে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে গেলেন জিনেদিন জিদান। এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮তে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর