× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটের এমসি কলেজ মাঠে ‘জন্মভূমি’র বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৮ আগস্ট ২০২০, শনিবার

 সিলেটের এমসি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে কলেজ মাঠ ও  হোস্টেল সংলগ্ন খালি জায়গায় কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, বাগানবিলাস ও রাধাচূড়া গাছের চারা রোপণ করে ‘জন্মভূমি’র সবুজায়নের অভিযাত্রা নামকরণে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে সিলেট এমসি কলেজ মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ, উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, সিলেট সিটি করপোরেশন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর  রেজাউল হাসান কয়েস লোদী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য ও সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন। আয়োজক মিশফাক আহমদ চৌধুরী মিশু, মুজিবুল হক বেলাল, মুহতাসিম বিল্লাহ রাফি, ওয়াসিকুজ্জামান চৌধুরী ওনি, জাফর মজিদ মিঠু, গোলাম  সোবহান চৌধুরী সহ সাবেক এমসিয়ানরা উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর