× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবলারদের নিয়ে ‘নেগেটিভ-পজেটিভ নাটক’

খেলা

স্পোর্টস রির্পোটার
৯ আগস্ট ২০২০, রবিবার

জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে করোনা নাটক চলছে। প্রথম দুই দিনে ২৪ জনের মধ্যে ১৮ জন ফুটবলারের করোনা শনাক্ত হওয়ার খবর মিলেছে। দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারও আক্রান্ত হয়েছেন । স্বাভাবিকভাবে বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইয়ের আগে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে জাতীয় ফুটবল দল।

গতকাল অবশ্য ভিন্ন খবরও পাওয়া গেছে। আক্রান্ত হয়ে সর্বপ্রথম খবরে এসেছিলেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তবে সর্বশেষ পরীক্ষায় তার শরীরে পাওয়া যায়নি করোনাভাইরাসের অস্তিত্ব। জাতীয় দলের এই ডিফেন্ডার বলেন, ‘৩ তারিখে করা টেস্টে আমি করোনা পজিটিভ হয়েছিলাম। সেটার রিপোর্টের জন্যই আমি ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বাফুফে ভবনে যাইনি।
তবে ৪ তারিখে আরও একবার করোনা পরীক্ষা করিয়েছিলাম। শুক্রবার রাতে সেটার ফলাফল ‘নেগেটিভ’ এসেছে। এক সপ্তাহ পরে আরও একবার পরীক্ষা করাবো।’ এখন নিজ বাসাতেই অবস্থান করছেন বিশ্বনাথ। ফুটবলারদের নেগেটিভ-পজেটিভ নাটকের দায় বাফুফের ন্যাশনাল টিমস কমিটির কো চেয়ারম্যান তাবিথ আউয়াল চাপাচ্ছেন মেডিক্যাল কমিটির ওপর। এ বিষয়ে তিনি মেডিক্যাল কমিটির সঙ্গে কথা বলতে বলেন।

এদিকে এক দিন পর ‘নেগেটিভ’ ফল পেয়ে খুশি হওয়ার উপায় নেই কারও। টানা দুই পরীক্ষার ফলে নেগেটিভ না হলে কাউকেই করোনামুক্তির ছাড়পত্র দেওয়া হয় না। আর এমনিতেই জাতীয় ফুটবল দলের করোনা পরীক্ষা নিয়ে বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ৫ই আগস্ট করোনা ‘নেগেটিভ’ রেজাল্ট নিয়ে ক্যাম্পে যোগ দেয়ার দুই দিনের মধ্যেই সেই একই নমুনার ভিত্তিতে কাল বলা হয়েছে করোনা ‘পজিটিভ’। গতকাল নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছেন সাত ফুটবলার। তারা এখন গাজীপুর সারাহ রিসোর্ট ক্যাম্পেই আছেন।

বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্ব সামনে রেখে ৫ই আগস্ট গাজীপুরে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। আগামী ৮ই অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। কিন্তু এর আগে ২৪ জন ফুটবলারকে করানো পরীক্ষায় ১৮ জনেরই শরীরেই শনাক্ত হয়েছে করোনা। আজ ক্যাম্পে ডাক পাওয়া বাকি সাত জনের পরীক্ষা দেয়ার কথা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর