× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

জোড়া গোলেও ‘স্বদেশের’ টিকিট পেলেন না রোনালদো

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ আগস্ট ২০২০, রবিবার

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের চ্যাম্পিয়ন্স লীগের পরের অংশের সব ম্যাচই হবে পর্তুগালে। নিজ দেশে চ্যাম্পিয়ন্স লীগের টিকিট নিশ্চিতের জন্য চেষ্টার কমতি রাখেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ঘরের মাঠে শুক্রবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে রোনালদোর জোড়া গোলে অলিম্পিক লিঁওকে ২-১ গোলে হারায় জুভেন্টাস। কিন্তু ২-২ অ্যাগ্রিগেটে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে অলিম্পিক লিঁও। আর চাকরি খোয়ান জুভেন্টাস কোচ মাউরিজিও সারি। প্রথম লেগে ফরাসি ক্লাবটির মাঠে ১-০ গোলে হার দেখেছিল রোনালদোরা। নিজ দেশে তাই দর্শক হয়েই থাকতে হচ্ছে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে।
আগের আসরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন পর্তুগিজ সুপার স্টার রোনালদো। আর জুভেন্টাসের ১২২ বছরের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা এখন রোনালদোর।
লিঁওর বিপক্ষে জোড়া লক্ষ্যভেদে ৩৭ গোল নিয়ে মৌসুম শেষ করলেন ৩৫ বছর বয়সী পর্তুগিজ সুপার স্টার। ১৯৯৬ সালের পর ইউরোপ সেরার ট্রফি ছুঁয়ে দেখা হয়নি জুভেন্টাসের। টানা চার মৌসুম ডাবল জেতানো কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি গত মৌসুমে লীগ শিরোপা জিতিয়েও ছাঁটাই হয়েছেন। কোচ মাউরিজিও সারির অধীনে জুভেন্টাস এবার লীগ জিতেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আর শুক্রবার ম্যাচ শেষে সারি বলেন,  ‘এসব প্রশ্ন আমার কাছে অপমানজনক মনে হয়েছে। আমার মনে হয় না শীর্ষ পর্যায়ে পরিচালকরা এক ম্যাচের উপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেবেন। আমার সঙ্গে জুভেন্টাসের একটা চুক্তি আছে। এটাকে সম্মান করা উচিত। এর বাইরে ভিন্ন কিছু আমি আশা করি না।’ ২০২২ সালের আগস্ট পর্যন্ত সারির সঙ্গে চুক্তি ছিল জুভেন্টাসের। আর উচ্ছ্বসিত লিঁও কোচ রুডি গার্সিয়া ম্যাচ শেষে বলেন, ‘জুভেন্টাসকে তাদের মাঠে হারানো কঠিন। আমরা তাই রক্ষণে বেশি মনযোগী ছিলাম। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এটা। দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই হারের পরও তাই খুশি হওয়াটাই স্বাভাবিক।’ আলিয়াঞ্জ স্টেডিয়ামে দ্বাদশ মিনিটে ডাচ তারকা মেমফিস দিপাইয়ের পেনাল্টি গোলে এগিয়ে যায় লিঁও। ৪৩তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে সমতায় ফেরে জুভেন্টাস। ৬০ মিনিটে রোনালদোর শটে হাত লাগালেও ঠেকাতে পারেননি লিঁও গোলরক্ষক। চ্যাম্পিয়ন্স লীগে এটি রোনালদোর রেকর্ড ১৩০তম গোল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর