বিশ্বজমিন
এ বছর ৩১৩ ফিলিস্তিনি বাড়ি ধ্বংস ইসরাইলের
মানবজমিন ডেস্ক
২০২০-০৮-০৯
২০২০ সালে ৩১৩টি ফিলিস্তিনি বাড়ি ধ্বংস করেছে ইসরাইল। সমপ্রতি প্যালেস্টাইন কোলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্টেন্স কমিশনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ভেঙে ফেলা এসব বসতি ছিল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। কমিশন জানিয়েছে, ইসরাইলিদের হাতে ধ্বংস হওয়া ৬৪ শতাংশ বসতিই পূর্ব জেরুজালেম, নেবলুস ও হেবরনে। প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি কর্তৃপক্ষ ১২৯টি নোটিশ জারি করেছে এ নিয়ে। এতে ৭৩৭ জন ফিলিস্তিনিকে তাদের বাড়ি থেকে সাময়িক উচ্ছেদ করা হয়। বছরের প্রথম অংশে সেটেলার ইসরাইলিরা বেশকিছু হামলার সঙ্গেও জড়িত ছিল বলে জানিয়েছে এই প্রতিবেদন। এতে বলা হয়, ইসরাইলিদের হামলায় অন্তত ৭৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। একইসঙ্গে আর্থিক ক্ষতিরও শিকার হয়েছেন অনেকে। ফিলিস্তিনের বনাঞ্চল ধ্বংসের অভিযোগও আনা হয়েছে ইসরাইলি সেটেলারদের বিরুদ্ধে।