বাংলারজমিন
দোহারে বন্যাদুর্গতদের পাশে বেপারী পরিবার
দোহার (ঢাকা) প্রতিনিধি
২০২০-০৮-০৯
দোহার উপজেলার নারিশা পশ্চিমচর বটতলায় শনিবার সকালে নারিশা বেপারী পরিবারের পক্ষ থেকে বন্যা দুর্গত অসহায় ৮ শতাধিক পরিবারকে ত্রাণসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। এর আগে দু’দফায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ করা বেপারী পরিবার বলেন, বন্যাদুর্গত নারিশা এলাকার মানুষদের পাশে আমরা আগেও ছিলাম এখনো আছি। আমাদের উচিত যার যার অবস্থান থেকে সবাই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ কার্গো মালিক সমিতির সাধারণ সম্পাদক, মো. নুরুল হক বেপারী, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সচিপ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা তাবারক বেপারী, মিজানুর রহমান খোকন, ইউনুছ বেপারী, নুর মোহাম্মদ বেপারী, রফিক বেপারী, আক্তারুজ্জামান সোহেল বেপারী, সোলেমান বেপারী, মাহবুব বেপারী, মশিউর রহমান পনির বেপারী, সাহাদত বেপারী, ডা. আব্দুল কাদের সহ আরও অনেকে।