× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

‘অনভিজ্ঞ’ পিরলো এখন জুভেন্টাসের কোচ

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ আগস্ট ২০২০, রবিবার

চ্যাম্পিয়ন্স লীগে ব্যর্থতার দায়ে মাউরিসিও সারিকে বরখাস্ত করার কয়েক ঘন্টা না যেতেই নতুন কোচ বেছে নিয়েছে জুভেন্টাস। ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলোকে শনিবার দুই বছরের জন্য দায়িত্ব দিয়েছে তুরিনের ক্লাবটি। গত ৩০শে জুলাই জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেয়েছিলেন পিরলো। নয়দিন না পেরোতেই মূল দলের দায়িত্ব পেলেন ৪১ বছর বয়সী সাবেক মিডফিল্ডার। কোচ হিসেবে ছোট দলকে সামলানোর অভিজ্ঞতাও না থাকা পিরলোতেই ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখছে জুভেন্টাস। এক বিবৃতিতে দলটি বলেছে, ‘পিরলোকে দায়িত্ব দেয়া হয়েছে বিশ্বাস থেকে। দলকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব কিছুই রয়েছে পিরলোর।’

ঘরোয়া ফুটবলের ট্রফি জিততে জিততে ‘ক্লান্ত’ জুভেন্টাসের চাই ইউরোপ সেরার শিরোপা। মাউরিসিও সারি লীগ জিতিয়েও তাই টিকতে পারলেন না।
একই ভাগ্য বরণ করতে হয়েছিল মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকেও। তিন বছরের চুক্তি থাকলেও মাত্র এক বছর পরই বরখাস্ত হতে হলো অভিজ্ঞ সারিকে।

সাফল্যে ভরা খেলোয়াড়ি জীবন পিরলোর। ২০০৬ সালে জিতেছেন বিশ্বকাপ। ১১ বছর এসি মিলানে কাটানো পিরলো ক্লাবটির হয়ে জিতেছেন দুটি করে চ্যাম্পিয়ন্স লীগ, সিরি আ, উয়েফা সুপার কাপ। একবার করে জিতেছেন ক্লাব বিশ্বকাপ, ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ। ২০১১ সালে পাড়ি জমান জুভেন্টাসে। সেখানে চারবার জিতেছেন লীগ শিরোপা। ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জিতেছেন একবার করে। জুভেন্টাসকে ২০১৫ সালে তুলেছিলেন চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক এফসির হয়ে খেলে অবসর নেন পিরলো। এরপর ২০১৯ সালে সম্পন্ন করেন উয়েফা প্রো কোচিং কোর্স। কোচ হিসেবে অনভিজ্ঞ পিরলোর পথচলার শুরুতেই বড় চ্যালেঞ্জ ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়াইনদের মতো তারকাবহুল একটা দলকে সামলানো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর