× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

বায়ার্ন ভাল দল, বার্সেলোনাও শক্তিশালী: সেতিয়েন

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ আগস্ট ২০২০, রবিবার

চ্যাম্পিয়ন্স লীগে নাপোলি বাঁধা পেরিয়ে শেষ আটে নাম লিখিয়েছে বার্সেলোনা। শুক্রবার পর্তুগালের লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে কাতালানরা মাঠে নামবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এক লেগে হবে এবারের চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ও সেমিফাইনাল। বার্সেলোনা দুই লেগ মিলিয়ে ৪-২ অগ্রগামিতায় নাপোলিকে হারিয়েছে। বায়ার্ন মিউনিখ দুই লেগে চেলসির জালে ৭ গোল দিয়ে হজম করেছে ১ গোল। জার্মান জায়ান্টরা এই মৌসুমে জিতেছে ঘরোয়া ডাবল। বার্সেলোনা এখনো ট্রফিশূন্য। বাভারিয়ানরা রয়েছে দারুণ ছন্দে।
বার্সেলোনাও দিয়েছে ফর্মে ফেরার আভাস। সেমির টিকিট পেতে লড়াইটা হবে জমজমাট। বার্সা কোচ কিকে সেতিয়েন মনে করেন শেষ আটের লড়াইটা হবে সমানে সমান, ‘চ্যাম্পিয়ন্স লীগের সব প্রতিপক্ষই কঠিন। বায়ার্ন ভাল দল। তবে বার্সেলোনাও শক্তিতে পিছিয়ে নেই। শেষ আটে অসাধারণ একটা লড়াই হবে।’

চ্যাম্পিয়ন্স লীগ জিততে না পারলে নিশ্চিতভাবেই চাকরি হারাবেন সেতিয়েন। আর বার্সেলোনা ২০১৩-১৪ মৌসুম পর প্রথমবার ট্রফিশূন্য ভাবে শেষ করবে চলমান মৌসুম। চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়টা সহজ নয় বার্সার। জানেন নাপোলির বিপক্ষে ফিরতি লেগে গোল করা উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ, ‘এক লেগের ম্যাচ হওয়ায় সুযোগটা দু’দলেরই রয়েছে। বায়ার্ন শিরোপার অন্যতম দাবিদার। তবে আমরা আমাদের সেরা খেলাটাই খেলতে চাই।’

বায়ার্নের দুর্দান্ত পথচলায় বড় ভূমিকা দলটির পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কির। চলমান মৌসুমে করেছেন ৫৩ গোল। চ্যাম্পিয়ন্স লীগে এখনো পর্যন্ত ১৩ গোল করে রয়েছেন গোলদাতার তালিকার শীর্ষে। শেষ ষোলোয় চেলসি হেরেছে মূলত ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারের কাছে। দুই লেগ মিলিয়ে হজম করা ৭ গোলের সবকটিতেই রয়েছে লেভানদোস্কির অবদান। ৩ গোল করার পাশাপাশি করেছেন ৪ অ্যাসিস্ট। বায়ার্ন স্ট্রাইকার বার্সেলোনাকে দেখছেন ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে। তিনি বলেন, ‘‘বার্সেলোনা সবসময় ভয়ঙ্কর প্রতিপক্ষ। তারা অসাধারণ ফুটবল খেলে। আমরা তাদের বিপক্ষে প্রথম মিনিট থেকেই সেরা ফুটবল খেলতে চাই। আমরা জিতে দেখিয়ে দিতে চাই ‘সেরা দলটাই খেলবে পরের রাউন্ডে’।’’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর