× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গাজীপুর সিটির বাজেট ঘোষণা করলেন মেয়র জাহাঙ্গীর আলম

অনলাইন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
(৩ বছর আগে) আগস্ট ৯, ২০২০, রবিবার, ২:৩৩ পূর্বাহ্ন

গাজীপুর সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে নগর ভবনে ৫ হাজার ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকার বাজেট পেশ করেন সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য সেবা, যোগাযোগ, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র। বাজেটে ট্যাক্স রেইট, ফিস, ইজারা, টোল ও অন্যান্য খাতে রাজস্ব আয় ৭৫ কোটি টাকা বাড়ানো হয়েছে। এছাড়া হাসপাতালে জন্য অ্যাম্বুলেন্স কেনায় ৫ কোটি,  শিক্ষাখাতে ৫০ কোটি, কবরস্থানের জন্য ৫০ কোটিসহ ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা ।
বাজেট ঘোষণার সময় মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সিটি করপোরেশন এলাকায় যেসব কল কারখানা রয়েছে , বাসা বাড়ি রয়েছে সেগুলোতে এবার অন্যান্য বছরের চেয়ে ট্যাক্স কমিয়ে দিয়েছি। কবরস্থান, কমিউনিটি সেন্টার, হাসপাতাল, স্কুল এবং সেবামুলক খাতে নতুন প্রকল্প নেয়া হয়েছে। আমাদের যেসব রাস্তা ছোট, সরু সেগুলো প্রশস্ত করাসহ ৮২ কিলোমিটার সড়কের কাজ হাত দিয়েছি।
নগরের সবাই, ধনী থেকে গরীব এই বাজেটের মাধ্যমে সুফল পাবে।বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর