× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বাউফলে জোড়া খুনের আসামিদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

বাংলারজমিন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
৯ আগস্ট ২০২০, রবিবার

পটুয়াখালীর বাউফলে জোড়া হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতদের স্বজনেরা। রোববার বেলা ১১টায় কেশবপুর ডিগ্রি কলেজ হলরুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত রকিব উদ্দিন রুমানের বড় ভাই ও কেশবপুর  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাক্ষ সালেহ উদ্দিন পিকু। লিখিত বক্তব্য তিনি উল্লেখ করেন, গত ২রা আগষ্ট রোববার সন্ধ্যায় তাঁর ছোট ভাই কেশবপর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রকিব উদ্দিন রুমন ও চাচাতো ভাই ওই ইউনিয়ন যুবলীগের কর্মী ইশাদ তালুকদারকে কেশবপুর ইউপি’র চেয়ারম্যান ও একই ইউপি’র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলু ও তাঁর মদদপুষ্ট সন্ত্রাসীরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার একদিন পরে মঙ্গলবার নিহত রুমানে বড় ভাই মফিজ উদ্দিন মিন্টু বাদী হয়ে চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুকে প্রধান আসামী করে ৫৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও থানা পুলিশ এখনও মামলার প্রধান আসামী মহিউদ্দিন লাভলুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আসামীদের রহস্যজনক কারণে গ্রেপ্তার করছেন না। ফলে  আসামীরা বাদী পরিবারের লোকজনকে বিভিন্নরকমের হুমকি দিতে আসছেন। তাই খুনের ঘটনার সাথে জড়িত সকল আসামীদের অভিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবী জানান।
সংবাদ সম্মেলনে নিহতের মা মোসা. ফাতেমা বেগম (শিশু), বড় ভাই মফিজ উদ্দিন মিন্টু, জিয়া উদ্দিন সুজন, বোন জেবুন্নাহার অনি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান খান টিটু, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান শামীম মুন্সী ও যুবলীগ সভাপতি জহির উদ্দিন উপস্থিত ছিলেন। পরে নিহত রুমানের মা ফাতেমা বেগম (শিশু) কান্নজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে রুমানকে যারা হত্যা করেছেন তাঁদের কে আইনের আওতায় এনে ফাঁসির রায় ঘোষণা এবং তা কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর