× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সাঁথিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

বাংলারজমিন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, সোমবার

পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে পিস্তল ও ৪রাউন্ড গুলিসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লার ছোট ভাই যুবলীগ নেতা জহুরুল ইসলাম কল্লোলসহ ৪জনকে গ্রেপ্তার করেছে সাঁথিয়া থানা পুলিশ। রোববার সন্ধায় নন্দনপুর ইউনিয়নের পিয়াদহ গ্রামে সংঘর্ষ চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতিপক্ষ হেলাল গ্রুপের লাদেন এলাহি আশিক (২৫) নামে একজনকে ককটেলসহ আটক করে পুলিশ। আটকৃত অন্যান্যরা হলো, পিয়াদহ গ্রামের মনসুর আলী (৪৫), আব্দুল আলিম (৪০) ও খয়েবাড়িয়া গ্রামের আলতাব হোসেন (৪০) ।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান গ্রুপ ও হেলাল গ্রুপের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপাত্য বিস্তার কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রোববার দুপুর থেকে সংঘর্ষ শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করলে ওই এলাকার মহিলারা পুলিশের উপরও ক্ষিপ্ত হয়ে ধেয়ে আসে। এ সময় পুলিশের পাশ থেকেই চেয়ারম্যানের ছোটভাই জহুরুল ইসলাম কল্লোল প্রতিপক্ষ হেলাল গ্রুপকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশ ধাওয়া করে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। এ সময় পুলিশ হেলাল গ্রুপের আশিক নামে এক যুবকে ককটেলসহ আটক করে।
সংঘর্ষ চলাকালে উভয়গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের কে সাঁথিয়া ও পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর