× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক তৎপরতা শুরু

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) আগস্ট ১০, ২০২০, সোমবার, ১:৩০ পূর্বাহ্ন

আশংকা ছিল বাংলাদেশে চীনের তৎপরতা নিয়ে ৷   করোনাকালে ভারত সেইভাবে বাংলাদেশের পাশে থাকেনি বলে দেশের মধ্যেই মোদি সরকারের দিকে আঙ্গুল উঠেছে৷  বাংলাদেশও  চীনের প্রতি তাদের নমনীয়তা দেখাচ্ছিল ৷  এরই মধ্যে বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেনের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ইতিবাচক বিবৃতি দিল্লিকে সন্তুষ্ট করে ৷  কিন্তু, এখানেই শেষ  নয় ৷  কোজিকোড়ে  বিমান দুর্ঘটনার পর আব্দুল মোমেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে টেলিফোন করে সমবেদনা ও সহানুভূতি জানান ৷  আব্দুল মোমেন এর ডেপুটি শাহরিয়ার আলম ফোন করেন ভারতীয় উপ বিদেশ মন্ত্রী ভি মুরলীধরকে ৷   পাল্টা ভারতের ওয়েস্টার্ন রেল এর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে আহমেদাবাদ থেকে ঢাকা একটি পণ্য ট্রেন চালু হচ্ছে ৷  এর ফলে বাংলাদেশে আরও বেশি ভারতীয় পণ্য যাওয়ার পথ প্রশস্ত হবে ৷   ইতিমধ্যে কালুয়ারা -  সাবাজপুর,  খুলনা -  মংলা রেলপথের কাজ শুরু হয়েছে ৷   ভারত বাংলাদেশে সতেরোটি রেল প্রকল্প হাতে নিয়েছে৷  আগরতলা থেকে আখাউড়া শহর পর্যন্ত বারো কিলোমিটার রেল ট্রাক বসানো হচ্ছে যে কাজ দুহাজার একুশে শেষ হবে ৷   ভারত বাংলাদেশকে বছরে এক শতাংশ সুদে আড়াই বিলিয়ন ডলার ঋণ দিয়েছে যা কুড়ি বছরে পরিশোধ যোগ্য,  মরেটেরিয়াম পাঁচ বছরের৷  বাংলাদেশ ইতিমধ্যে চীনা করোনা ভ্যাকসিন এর হিউমান ট্রায়াল দেওয়ার প্রকল্প বন্ধ করায় সাউথ ব্লক আশাবাদী৷ নিছক ফিল গুড পরিস্থিতি নয়,  তথ্যাভিজ্ঞ মহলের ধারণা কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে ভারত,  বাংলাদেশ৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর