× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চিরিরবন্দরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বাংলারজমিন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, মঙ্গলবার

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে মামাত-ফুফাত ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি মঙ্গলবার সকাল আনুমানিক ৭টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পূর্ব খোচনা গ্রামের পিতাশাহ্পাড়ায় ঘটেছে।  এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক সকাল ১০টার দিকে পিতাশাহ্পাড়ার মনমোহন চন্দ্র রায়ের ছেলে ছোটন (১০)  এবং ধনঞ্জয় চন্দ্র রায়ের ছেলে মহিত জয় ওরফে টমাস (১০) অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় এবং নিখোঁজ হয়। ওই পুকুরে স্থানীয় সাঁতারুরা অনেক খোঁজাখুজি করেও তাদের দু’জনের কোন সন্ধান পাননি। এর একপর্যায়ে গতকাল ১১ আগস্ট মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে ওই এলাকার জনৈক ব্যক্তি ওই পুকুরে শিশুদের মাথার চুল দেখতে পান এবং তাদের বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন ওই পুকুর থেকে ছোটন ও টমাসের মরদেহ উদ্ধার করেন। উপজেলার ঘন্টাঘর বাজারস্থ সোনার বাংলা পাবলিক স্কুলের শিক্ষক দিলীপ চন্দ্র রায় জানান, ছোটন ও টমাস আমাদের স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। তারা ছাত্র হিসেবেও ভালো ছিল। তাদের এ মৃত্যু পীড়াদায়ক ও মর্মান্তিক।
তারা আপন মামাত-ফুফাত ভাই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রইসউদ্দিন ও এস আই রায়হান ঘটনাস্থলে এসে উভয় পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ সৎকারের নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর