বাংলারজমিন

কালীগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

২০২০-০৮-১২

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে মঙ্গলবার রাত ১০ টার দিকে এক ছেলে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে কালীগঞ্জ পৌরসভার মেয়রের উপস্থিতিতে রাতেই লাশটি পৌর কবরস্থানে দাফন করা হয়। নবজাতকটিকে অর্ধেক মাথা ও বাম হাতহীন ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা ধারণা করছেন, বাচ্চাটি অন্য স্থানে কেউ ফেলে রেখে যাওয়ার পর, সেখান থেকে কোন প্রাণী এখানে নিয়ে আসতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে নবজাতকের লাশটি রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে খবর দেয়। এরপর মেয়র আশরাফুল আলম ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন এবং নবজাতকের লাশটি উদ্ধার করে পৌর কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠু মালিথা প্রমুখ।
কালীগঞ্জ থানার পিএসআই রিফাত ইমরান জানান, নবজাতকটির লাশ কে বা কারা ফেলে রেখে গেছে তা জানা যায়নি। খবর পেয়ে লাশটি উদ্ধারের পর পৌর কবরস্থানে রাতেই দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status