× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দশমিনায় সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগ নেতা আহত

বাংলারজমিন

পটুয়াখালী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, শুক্রবার

পটুয়াখালীর দশমিনায় ফেসবুকে পোস্ট নিয়ে ভাইয়া বাহিনীর হাতে সবুজ হোসেন (২৫) নামে এ ছাত্রলীগ নেতা হামলা শিকার হয়েছে। সবুজ দশমিনা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল মাহামুদ লিটনের ছোটভাই আবু সাদাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে বুধবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন আহত সবুজ। আহত সবুজ দশমিনা স্বাস্থ্য কম্প্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত ছাত্রলীগ নেতার অভিযোগ-বুধবার রাতে সবুজ দশমিনা উপজেলা কোর্ট চত্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল মাহামুদ লিটনের বাসভবনস্থ সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা লিটনের ছোটভাই সায়েমের নেতৃত্বে অন্তত ১০টি মোটরসাইকেলে কবির হোসেন, তরিকুল ইসলাম, সোহাগ প্যাদা, ইলিয়াস হোসেন, রাকিবুল ইসলামসহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী সবুজের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সবুজ রক্তাক্ত জখম হয়। আহত সবুজ জানায়, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহামুদ লিটনের বিরুদ্ধে ভিজিডি’র চাল চুরি নিয়ে অভিযোগ উঠলে ফেসবুকে পোস্ট দিয়ে বিচারের দাবি করার কারণে ক্ষুব্ধ হয়ে ইকবাল মাহমুদের ছোটভাই সায়েম এ ঘটনা ঘটায়।

অপর একটি সূত্র নিশ্চিত করে জানায়-কেন্দ্রীয় সাবেক যুবলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক প্রিন্স মহব্বত করোনা পরিস্থিতিতে গলাচিপা-দশমিনা এলাকায় মানবিক সহায়তা প্রদান নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় সবুজ প্রতিবাদ করলে প্রিন্স প্রতিপক্ষরা সবুজকে মারধর করে। হামলার ঘটনা স্বীকার করে সোহাগ প্যাদা বলেন- প্রথমে প্রিন্স সমর্থক জনৈক আলাউদ্দিন মাস্টারের সঙ্গে আলীপুরায় বসে ইলিয়াসের বাক্‌বিতণ্ডা হয়। এ নিয়ে দ্বিতীয় দফা লিটন চেয়ারম্যানের বাসার সামনে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরে চেয়ারম্যানের ছোটভাই সায়েম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবুজের খারাপ আচরণের জন্য মার খেয়েছে।   
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগ নেতার ভাই সাবেক যুবলীগ নেতা আবু শাহদাত সাদাত মোহাম্মদ সায়েম বলেন- আমি কোনো হামলা করিনি, উল্টো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি করছেন। এ ঘটনায় দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানায়, ঘটনা শুনে আমি পুলিশ ফোর্স পাঠিয়েছি। ঘটনা অপরাধযোগ্য হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর