× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় হার বার্সেলোনার, বায়ার্নের ইতিহাস

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২০, শনিবার

দু’দলের শক্তির বিচারে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে। কিন্তু বার্সেলোনাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো বায়ার্ন মিউনিখ। গুনে গুনে কাতালান জায়ান্টদের জালে ৮ বার বল পাঠালো জার্মান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বের কোনো ম্যাচে ৮ গোল দেয়ার রেকর্ড গড়লো বায়ার্ন।

বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের হারটি ৭৪ বছরের মধ্যে বার্সেলোনার সবচেয়ে বড় হার। ১৯৪৬ সালে কোপা দেল রের শেষ ষোলোতে সেভিয়ার কাছে তারা হেরেছিল ৮-০ গোলে।

এর আগে বার্সেলোনা একবারই এক ম্যাচে ৮-২ গোল হজম করেছিল- ১৯৩৫ সালে  লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে। ৫ বছর পর অর্থাৎ ১৯৪০ সালে সেভিয়ার কাছে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হারটি দেখে বার্সেলোনা। সেবার লা লিগার ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও ১১-১ ব্যবধানে হেরেছিল বার্সা।
১৯৪৩ সালে কোপা দেল রের সেমিফাইনালের ফের ফিরে আসে সেই দুঃস্বপ্ন। প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ফিরতি লেগে ১১-১ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা।

১৯৫১ সালে নগর প্রতিপক্ষ এস্পানিওলের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় দলটি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের ফিরতি লেগে লিভারপুলের কাছে ৪-০ গোলের হারটিও রয়েছে বার্সার বড় পরাজয়ের তালিকায়। একই ব্যবধানে ১৯৯৪ সালে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে এসি মিলানের কাছে হেরেছিল বার্সেলোনা।

বার্সেলোনাকে আরেকটি গোল দিতে পারলে ইউরোপিয়ান কাপের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক গোলের রেকর্ডটা ছুঁয়ে ফেলতো বায়ার্ন। যেটি এখন রিয়াল মাদ্রিদের দখলে রয়েছে। ১৯৯০-৯১ মৌসুমে ইউরোপিয়ান কাপের শেষ ষোলোতে এফসি ওয়াকার ইনসব্রাককে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর