× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ব্রাজিলের বিপক্ষে ৭-১ গোলের জয়ের চেয়েও ভালো এটা’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২০, শনিবার

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। আর শুক্রবার জার্মানিরই ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনা হারালো ৮-২ গোলে। ৬  বছর আগে বিশ্বকাপের ওই ম্যাচের প্রথম গোলটা করেছিলেন টমাস মুলার। বার্সার বিপক্ষেও তার পা থেকেই আসে বায়ার্নের প্রথম গোল।
৩০ বছর বয়সী মুলার পরে আরেকটি গোল করে জিতেছেন ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার। খেলা শেষে তাকে প্রশ্ন করা হয়ে ব্রাজিলের বিপক্ষে ৭-১ নাকি বার্সেলোনার বিপক্ষে ৮-২, কোনটিকে এগিয়ে রাখবেন? মুলার বলেন, ‘২০১৪তে ব্রাজিল ম্যাচে এতটা নিয়ন্ত্রণ ছিল না আমাদের, যতটা ছিল আজকের (শুক্রবার) ম্যাচে। ওই ম্যাচের কথা বাদ, আজকেরটা নিয়ে কথা বলা যাক। রাতটা আমাদের জন্য স্পেশাল ছিল। বিশেষ করে যেভাবে আমরা খেললাম।
সবচেয়ে ভালো লেগেছে, বদলি নামা ফুটবলাররাও একইরকম চরিত্র দেখিয়েছে।’


২০১৩তে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে গিয়েছিল বায়ার্ন। সেবার শিরোপাও জিতেছিল ক্লাবটি। ইউরোপসেরার আসরে ওটাই ছিল তাদের শেষ সাফল্য। মুলার বলেন, ‘আমি জানি, অন্য দলগুলো আমাদের খেলা দেখেছে। ফাইনালে যেতে হলে আমাদের পরবর্তী ম্যাচটা জিততে হবে। এখন আমাদের শান্ত, রিলাক্স আর হ্যাপি থাকা প্রয়োজন।’
আজ রাতে চতুর্থ কোয়ার্টার ফাইনালে লড়বে ম্যানচেস্টার সিটি-অলিম্পিক লিঁও। এ ম্যাচে জয়ী দলের বিপক্ষেই সেমিফাইনাল খেলবে বায়ার্ন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর