কলকাতা কথকতা

কলকাতা কথকতা

সম্পর্কের বাঁধন ভাঙছে করোনা, স্ত্রীকে হাসপাতালে রেখে চম্পট স্বামী

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০২০-০৮-১৭

করোনা সম্পর্কিত ভীতি এবং সংস্কার  সম্পর্কের বাঁধন ভেঙে দিচ্ছে৷  স্ত্রীর করোনা হয়েছিল বলে রোগমুক্তির পরেও তাকে ঘরে ফেরাতে অনিচ্ছুক স্বামী তাকে  হাসপাতালে ফেলেই পালালেন ৷   নির্মম এই ঘটনাটি কোনও গ্রামে ঘটেনি৷  ঘটেছে খোদ কলকাতায় ৷ একটি সুপার স্পেশালিটি প্রাইভেট হাসপাতালে৷ সল্টলেকের গৃহবধূ পুনম  জয়সওয়াল  করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ পাঁচ বছর হলো বিয়ে হয়েছে পুনমের৷ বাড়িতে শশুর শাশুড়ি ছাড়াও এক সন্তান আছে ৷  পুনমের করোনা ফুসফুস পর্যন্ত পৌছায় ৷  কিন্তু ডাক্তারদের চেষ্টায় কিছুদিনের মধ্যে করোনা নেগেটিভ হয় পুনম ৷  এবার তার বাড়ি যাওয়ার কথা৷  কিন্তু কেউ আসেনা পুনমকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে ৷  হাসপাতাল তার স্বামীকে বারবার ফোন করে জবাব পায়নি৷ তারপর একসময় ফোন সুইচড অফ হয়ে যায়৷  বাধ্য হয়ে হাসপাতাল পূর্ব যাদবপুর থানায় খবর দেয়৷  এরপর থানার ব্যবস্থাপনায় পুনমের স্বামী আসেন৷ হাসপাতালের  বিল মেটান৷ তারপর পুনম বসিয়ে রেখে ট্যাক্সির সন্ধানে যান৷  আর তিনি ফিরে আসেননি৷ সুস্থ পুনমের জায়গা হয় মেডিকা  সেফ হোমে৷  কিন্তু সম্পূর্ণ সুস্থ পুনমকে আর বহন করতে রাজি নয় মেডিকা৷  পুনমের আর্ত আবেদন,  দয়া করে মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেবেন না ৷  অসহায় পুনম জানেনা ষাট ন্যানোমিটার এর একটি ভাইরাস তার মাথার ওপরের  সব ছাদ ভেঙে দিয়েছে৷
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status