× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা / বাংলা বন্ধের চেহারা, প্রবল বৃষ্টিতে কাটছে লকডাউনের দ্বিতীয় দিন

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) আগস্ট ২১, ২০২০, শুক্রবার, ১১:২৬ পূর্বাহ্ন

দু’দিনের টানা বৃষ্টি। শহরের নিচু এলাকা প্লাবিত।  কালীঘাট মন্দিরে বানের জল।  প্রবল বর্ষণে চারজনের মৃত্যু ।  এ সবের মধ্যেও আটচল্লিশ ঘণ্টার লকডাউন বঙ্গবাসী পালন করছে নিষ্ঠাভরে।   এই কলকাতাতো বটেই গোটা রাজ্যই বাংলা বন্ধের চেহারা নিয়েছে।  কোন রাজনৈতিক দল যা পারেনা করোনা তাই করে দেখাল। এইরকম সার্বিক বন্ধ এর আগে কে কবে দেখেছে?   রাস্তায় যানবাহন নেই একদম।  দোকান বাজার সম্পূর্ণ বন্ধ।  অফিস কাছারির ঝাঁপ ফেলা।  রাস্তায় শুধু মাঝে মধ্যে পুলিশের গাড়ির টহল।  এমনকি ভোরের কাক পর্যন্ত যেন ডাকা ভুলে গেছে।  চারদিকে জমাট নিস্তব্ধতা।  শুধু মাঝে মাঝে বৃষ্টির ঝমঝম  শব্দ।  গৃহস্থের বাড়িতে খিচুড়ি চেপেছে।  পাড়ার  চায়ের দোকানগুলো পর্যন্ত শুনশান,  বন্ধ।  ভক্তিতে না হোক ভয়ে মানুষ লকডাউন পালন করছে।  আগে তবু লকডাউন ভাঙার প্রবণতা দেখা যেত।  এবার সেই প্রবণতা অদৃশ্য।  পুলিশের তৎপরতাও তাই চোখে পড়ছে না।  করোনাকে জয় করার এই প্রাণান্তকর চেষ্টা !  বিশেষজ্ঞরা বলছেন,  এই ধরনের লকডাউন নাকি করোনার  চেন  ভাঙতে সহায়ক হয়।  ভবিষ্যৎই  এই প্রশ্নের জবাব দেবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর