কলকাতা কথকতা

কলকাতা কথকতা

লকডাউন আর বৃষ্টির জের, কলকাতার সবজি বাজারে দাবানল

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০২০-০৮-২৩

বৃহস্পতিবার আর শুক্রবার লকডাউন ছিল৷  তার সঙ্গে টানা বৃষ্টি ৷   স্যাঁতস্যাঁতে এই আবহাওয়ায়  আগুন লাগার সম্ভাবনা কম হলেও দাবানলের সৃষ্টি হয়েছে কলকাতার সবজি আর ফল বাজারে ৷  তিনদিনে দাম বেড়েছে লাগামছাড়া ৷  উনিশ অাগস্ট যারা বাজার গেছেন,  আজ তেইশ অাগস্ট বাজারে গিয়ে তাদের চক্ষু চড়কগাছ ৷  সবজির দর আকাশছোঁয়া৷  ফলে হাত দিলেই ছ্যাকা লাগছে৷  উনিশ তারিখ যে  পটলের  দর ছিল পঞ্চাশ টাকা কিলো,  সেই পটল  বিকোচ্ছে আশি টাকা দরে৷  ষাট টাকার বেগুন হয়েছে আশি টাকা৷  কাঁচা লংকার ঝাঁঝে চোখে জল আসার উপক্রম৷  একশো আশি টাকার কাঁচা লঙ্কা এখন কিলো প্রতি দুশো কুড়ি টাকা৷ চল্লিশ টাকার টমেটো সত্তর টাকা ৷   ফুলকপি পঞ্চাশ থেকে সত্তর,  বাঁধাকপি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ৷  বিনস এর দর একশো থেকে দেড়শতে  পৌঁছেছে৷  পঁয়ত্রিশ টাকার লাউ পঞ্চাশ টাকায় আর পঞ্চাশ টাকার গাজর ষাট টাকায় মিলছে৷   লকডাউন আর বৃষ্টির ফলে সরবরাহ নেই ৷   দাম তাই বেড়েছে সীমাহীন৷  ফলের বাজারেও একই অবস্থা৷  আম এর কিলো একশো ত্রিশ থেকে একশো আশি হয়েছে৷ আপেল দুশো থেকে বেড়ে দুশো কুড়ি টাকা৷ পেয়ারার দামও বেড়ে চল্লিশ থেকে ষাট টাকায় পৌঁছেছে৷  আনারসেরও একই দাম৷ এক পিস মুসাম্বির দাম দশ থেকে বেড়ে কুড়ি টাকা হয়েছে৷ ব্যাপারীরা বলছে,  বৃষ্টি চললে দাম আরও বাড়বে ৷ সাতাশ এবং একত্রিশ অগাস্ট ফের লকডাউন৷ তাই,  দাম কমার কোনও সম্ভাবনাই নেই৷
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status