× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /স্কুলের জন্যে তৃণমূল সরকারের দেয়া দু' একর জমি ফিরিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) আগস্ট ২৩, ২০২০, রবিবার, ১২:০৫ অপরাহ্ন

আইসিএসই  বোর্ড এর অধীনে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি স্কুল তৈরির জন্যে মমতা বন্দোপাধ্যায়ের  তৃণমূল সরকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে দু'একর  জমি দিয়েছিলো তা ফিরিয়ে দিলেন সৌরভ৷  সম্প্রতি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর  সঙ্গে দেখা করে জমি ফিরিয়ে দেন সৌরভ৷  জমিটি তৃণমূল সরকার দিয়েছিলো গঙ্গোপাধ্যায় এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটিকে,  সৌরভ যার প্রেসিডেন্ট৷ অনেকেই এই জমি ফেরত দেয়ার সঙ্গে সৌরভের বিজেপি যোগের বিষয়টিকে এক করছেন৷   কিন্তু,  সৌরভের ঘনিষ্ঠ মহল বলছে,  নিউ টাউন এর  সিটি সেন্টার টু এর কাছে এই দু' একর জমি নিয়ে একটানা মামলা চলায় তিতিবিরক্ত সৌরভ জমি ফিরিয়ে দিলেন৷  বাম আমলেও তদানীন্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের ব্যবস্থাপনায় স্কুল তৈরির জন্যে পাওয়া দু' একর জমি সৌরভ ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন  মামলা মোকদ্দমার চাপে৷  এবারও তাই হল ৷ অনেকেই অবশ্য তৃণমূলের জমি ফিরিয়ে দেয়ার পেছনে বিজেপির চাল দেখছে৷  তারা মনে করছে,  দিল্লি সৌরভকে দু'হাজার একুশের নির্বাচনে রাজ্যে মুখ করতে চায়৷  তাই,  তারাই তৃণমূলের সঙ্গে সৌরভের সম্পর্ক ছিন্ন করতে উদ্যেগী হয়েছে৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর