× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /বাংলায় ভোট রাজনীতি জমজমাট, শুভেন্দু অধিকারী সহ ৫ জনকে নারদকাণ্ডে ইডির নোটিশ

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) আগস্ট ২৪, ২০২০, সোমবার, ৭:০৭ পূর্বাহ্ন

বিজেপি নেতা  তৃণমূল ছেড়ে আসা মুকুল রায়কে ক'দিন আগেই নারদকাণ্ডে নোটিশ পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  সোমবার নোটিশ পেলেন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সব থেকে আলোচিত নাম  মমতা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।  শুভেন্দু ছাড়াও আরও চারজন এদিন নোটিশ পেয়েছেন। এরা হলেন সৌগত রায়,  কাকলি ঘোসজদস্তিদার,  অপরূপা পোদ্দার ও বর্ধমান জেলার তদানীন্তন এস পি এস এম এইচ মির্জা। এদের সবাইকে স্টিং অপারেশনে প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছিল।  পাঁচজনকেই তাদের আয় ব্যয়ের হিসাব এবং ব্যাংকের যাবতীয় কাগজপত্র নিয়ে সল্ট লেকে ইডির দপ্তরে দেখা করতে বলা হয়েছে।  মুকুল রায়ের পর ইডি শুভেন্দু অধিকারীকে ডাকায়  জল্পনার সৃষ্টি হয়েছে।  তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ায় শুভেন্দু বিজেপিতে যাবেন নাকি নতুন দল গড়বেন এই জল্পনার ফাঁকেই ইডির নোটিশ।  তথ্যাভিজ্ঞ মহল মনে করছে,  শুভেন্দুকে চাপে ফেলতেই বিজেপির এই প্রয়াস।  তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সখ্য যাতে ফের না তৈরি হয় তাই নারদ জুজুকে বের করা হয়েছে।  তবে,  এমন সময় এই ইডির  নোটিশ যখন তৃণমূল সবে দুহাজার একুশের জন্যে ঘর গোছানো শুরু করেছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর